সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক *** আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ভারতে খ্রিস্টানদের ক্যারল পার্টিতে হামলার ঘটনায় গ্রেফতার ৪

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের কেরালায় একটি গির্জার ক্রিসমাস ক্যারল পার্টিতে হামলার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫শে ডিসেম্বর) পাথানামথিট্টা জেলার কুমবানাড এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ক্রিসমাস ক্যারল পার্টি হলো একটি খ্রিস্টীয় ঐতিহ্য, যেখানে একটি গির্জার বা সম্প্রদায়ের সদস্যরা দলবদ্ধভাবে বিভিন্ন বাড়ি বা স্থানে ঘুরে ঘুরে বড়দিন সম্পর্কিত গান (ক্যারল) পরিবেশন করেন। এই গানগুলো সাধারণত যিশুখ্রিস্টের জন্ম এবং খ্রিস্টীয় বিশ্বাসের আনন্দময় দিকগুলো তুলে ধরে। এই ধরনের পার্টি মূলত মানুষের মধ্যে আনন্দ ও ধর্মীয় ভাবধারা ছড়িয়ে দিতে এবং গির্জার জন্য অনুদান সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত হয়।

জানা যায়, বুধবার সকালে বড়দিন উপলক্ষে অনুসারীদের বাড়িতে ক্যারল পরিবেশনের সময় পার্টির সদস্যদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে অন্তত ১৫ জনের একটি দল। বিরোধের সূত্রপাত হয় এক ক্যারল সদস্যের গাড়ির হেডলাইটের আলো কমানো নিয়ে। প্রাথমিকভাবে এই সমস্যা মীমাংসা হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন: এখনই সময় বিচ্ছেদের সব দেয়াল ভেঙে ফেলার : বড়দিনের ভাষণে পোপ

পুলিশ জানায়, এক হামলাকারী ক্যারল পার্টির এক সদস্যের ডান হাতে আঘাত করেন। এছাড়া আরও এক ব্যক্তি ও তার স্ত্রীও হামলার শিকার হন। ওই নারী শারীরিক হয়রানিরও অভিযোগ তুলেছেন। এ সময় এক ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাকেও আঘাত করা হয়।

হামলার ভয়ে ক্যারল দলটি আশপাশের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়। তবে অভিযুক্তরা বাড়ির গেট টপকে ভেতরে প্রবেশ করে, গালিগালাজ করে এবং বাড়ির উঠানে উপস্থিত শিশুদের হুমকি দেয়।

কোইপুরাম পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই তারা মামলা দায়ের করে এবং তদন্ত শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চারজনকে তাদের বাড়ির কাছ থেকে গ্রেফতার করা হয়।

সূত্র: এনডিটিভি

এসি/ আই.কে.জে/       

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন