বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

বিসিবির সভাপতি ফারুক আহমেদ পদত্যাগ করছেন না

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ২৯শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন ফারুক আহমেদ। কাল রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা তাকে জানান, সরকার আর বিসিবির সভাপতি পদে তাকে রাখতে চাইছে না। বিষয়টি নিয়ে ভাবার জন্য দু-এক দিন সময় নিয়েছিলেন ফারুক।

আজ বৃহস্পতিবার (২৯শে মে) এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করব না। আমাকে বলা হয়েছে, সরকার নাকি আমাকে আর বিসিবির সভাপতি হিসেবে রাখতে চাইছে না। কিন্তু কেন রাখতে চাইছে না, সেটার কোনো কারণ তারা আমাকে বলেনি। বিনা কারণে তো আমি পদত্যাগ করতে পারি না।’

ফারুকের এ সিদ্ধান্ত বিসিবির কার্যক্রমে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে একটা কঠোর অবস্থানই হবে বলে মনে করছেন ক্রিকেট–সংশ্লিষ্ট ব্যক্তিরা। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় দলের এক সাবেক অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে এভাবে ছেলেখেলা করতে দেওয়া যায় না। ইচ্ছা হলো একজনকে সভাপতি করলাম, ইচ্ছা হলো কোনো কারণ ছাড়াই তাকে সরিয়ে দিলাম... এ রকম হলে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্নবিদ্ধ হবে বাংলাদেশের ক্রিকেট।’

সূত্র জানিয়েছে, সাবেক-বর্তমান অনেক ক্রিকেটারই বর্তমান পরিস্থিতিতে ফারুককে পরামর্শ দিয়েছেন পদত্যাগ না করার। এক ক্রিকেটার বলেছেন, ‘তিনি তো নিজ থেকে বোর্ডে আসতে চাননি। তাকে সরকারই ডেকে এনে বোর্ডে বসিয়েছে। এখন তিনি কী এমন করলেন যে সরকার তাকে চাইছে না!’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ অনুমোদন করে না। অতীতে ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার ক্রিকেটকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছিল।

আওয়ামী লীগ সরকার পতনের পর বিসিবির সাবেক পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমের জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদ ও নাজমূল আবেদীনকে এনএসসি কোটায় বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বোর্ড সভায় পরিচালকদের বোর্ড ফারুক আহমেদকে সভাপতি নির্বাচিত করে।

এইচ.এস/

ফারুক আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন