বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

জুলাই আন্দোলনের ৬৩টি গান নিয়ে সংকলন গ্রন্থ

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

‘জুলাইয়ের গান’ বইয়ের প্রচ্ছদ ও উদ্যোক্তা মনজুর হোসেন। ছবি: সংগৃহীত

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে যেসব গান আন্দোলনকারীদের প্রেরণা জুগিয়েছে, আন্দোলনে উদ্বুদ্ধ করেছে—এমন ৬৩টি গানের সংকলন নিয়ে বই প্রকাশিত হচ্ছে। আলোকচিত্রী ও অ্যাকটিভিস্ট মনজুর হোসেনের উদ্যোগে প্রকাশিতব্য সংকলন গ্রন্থটির নাম রাখা হয়েছে ‘জুলাইয়ের গান’। চলতি মাসেই বইটি প্রকাশ করবে গয়রহ প্রকাশনী।

২০২৪ সালের জুলাইয়ে ঢাকার রাস্তায় যখন শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালানো হয়, তখন ‘কথা ক’ শিরোনামে গান প্রকাশ করেন র‍্যাপার মোহাম্মদ সেজান। গানটি তরুণদের মুখে মুখে ছড়িয়ে পড়ে, হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’, সায়ানের ‘আমার সূর্য’, শূন্য ব্যান্ডের ‘শোনো মহাজন’সহ অনেক গানই আন্দোলনকারীদের উজ্জীবিত করে। গত বছরের ১৫ই জুলাই থেকে আগস্ট পর্যন্ত প্রকাশিত এসব গান থেকে ৬৩টি গান বেছে নেওয়া হয়েছে এ বইয়ে।

মনজুর হোসেন বলেন, ‘ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন গণ-আন্দোলনে সংগীতের ভূমিকা রয়েছে। উপমহাদেশে তেভাগা আন্দোলনে যেমন হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরীসহ অনেকের গান কৃষকদের উজ্জীবিত করেছে, তেমনি বঙ্গভঙ্গ, স্বদেশি ও ব্রিটিশবিরোধী আন্দোলনের সময়েও অনেকের গান প্রতিবাদী জনতাকে শক্তি ও সাহস জুগিয়েছে, অনুপ্রাণিত করেছে। মুক্তিযুদ্ধের সময়ও অনেক প্রতিবাদী গান মুক্তিযোদ্ধাদের অসীম সাহস নিয়ে সম্মুখ সমরে প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রেখেছে।'

তিনি বলেন, 'চব্বিশের গণ-অভ্যুত্থানেও গানের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। স্বৈরাচারী শাসক যখন আন্দোলন দমাতে মরিয়া হয়ে ওঠে, তখন প্রতিরোধের আগুনে জ্বলে ওঠা ছাত্র-জনতাকে তরুণদের র‍্যাপ গান ভীষণভাবে আলোড়িত করে। আন্দোলনের সেসব গান এক মলাটে রাখার চিন্তা থেকেই এ বইয়ের উদ্যোগ।’

নতুন বই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন