বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

‘র‍্যাবের ওপর নিষেধাজ্ঞায় বিচারবহির্ভূত হত্যা কমেছে ’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার পর বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমেছে বলে দাবি করেছেন মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি কাউন্সেলর স্টিভেন ইবেলি। তিনি বলেন, এরমধ্য দিয়ে আমেরিকা এই নিষেধাজ্ঞার প্রভাব অনুভব করছে।

সোমবার (৫ই ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যেদিন বললেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, এরপরের দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাহলে কী দুই পক্ষের সম্পর্কটা আগের চেয়ে স্বস্তিদায়ক পর্যায়ে চলে এসেছে, জানতে চাইলে স্টিভেন ইবেলি বলেন, রাষ্ট্রদূত যেমনটা বলেছেন, আমাদের আরো অনেক কর্মকর্তারাও বলছেন যে, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এমনটাই দেখেছে আমেরিকা ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা বিশ্বের অনেক দেশের সঙ্গেই কাজ করি।

আরো পড়ুন:ঘুমধুম সীমান্তে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ৪০০ চাকমা

এমন অনেক দেশের সঙ্গে কাজ করি, যেখানে গণতন্ত্র নেই কিংবা ভিন্ন ধরনের সরকার ব্যবস্থা আছে। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক তেমনটি প্রযোজ্য।অর্থনীতি, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চায় আমেরিকা। এসব ইস্যুতে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করতে চাই।

বাংলাদেশ ও আমেরিকা একসঙ্গে কাজ করতে চায়। তাহলে কী ভিসানীতি ও র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অন্য কিছু উসকে দিচ্ছে না, জানতে চাইলে তিনি বলেন, র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার পর বিচারবহির্ভূত হত্যা আমরা কমতে দেখেছি। এরমধ্য দিয়ে আমরা নিষেধাজ্ঞার প্রভাব অনুভব করছি।

এইচআ/ এসি

আমেরিকা নিষেধাজ্ঞা র‍্যাব বিচারবহির্ভূত হত্যা স্টিভেন ইবেলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন