বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

‘র‍্যাবের ওপর নিষেধাজ্ঞায় বিচারবহির্ভূত হত্যা কমেছে ’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার পর বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমেছে বলে দাবি করেছেন মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি কাউন্সেলর স্টিভেন ইবেলি। তিনি বলেন, এরমধ্য দিয়ে আমেরিকা এই নিষেধাজ্ঞার প্রভাব অনুভব করছে।

সোমবার (৫ই ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যেদিন বললেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, এরপরের দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাহলে কী দুই পক্ষের সম্পর্কটা আগের চেয়ে স্বস্তিদায়ক পর্যায়ে চলে এসেছে, জানতে চাইলে স্টিভেন ইবেলি বলেন, রাষ্ট্রদূত যেমনটা বলেছেন, আমাদের আরো অনেক কর্মকর্তারাও বলছেন যে, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এমনটাই দেখেছে আমেরিকা ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা বিশ্বের অনেক দেশের সঙ্গেই কাজ করি।

আরো পড়ুন:ঘুমধুম সীমান্তে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ৪০০ চাকমা

এমন অনেক দেশের সঙ্গে কাজ করি, যেখানে গণতন্ত্র নেই কিংবা ভিন্ন ধরনের সরকার ব্যবস্থা আছে। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক তেমনটি প্রযোজ্য।অর্থনীতি, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চায় আমেরিকা। এসব ইস্যুতে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করতে চাই।

বাংলাদেশ ও আমেরিকা একসঙ্গে কাজ করতে চায়। তাহলে কী ভিসানীতি ও র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অন্য কিছু উসকে দিচ্ছে না, জানতে চাইলে তিনি বলেন, র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার পর বিচারবহির্ভূত হত্যা আমরা কমতে দেখেছি। এরমধ্য দিয়ে আমরা নিষেধাজ্ঞার প্রভাব অনুভব করছি।

এইচআ/ এসি

আমেরিকা নিষেধাজ্ঞা র‍্যাব বিচারবহির্ভূত হত্যা স্টিভেন ইবেলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন