বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

ঢাকা-আরিচা মহাসড়কে ঈদযাত্রায় স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ৫ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। আজ বৃহস্পতিবার (৫ই জুন) সকাল থেকে ঢাকার ধামরাই এলাকায় মহাসড়কে ধীরে ধীরে গাড়ির চাপ বাড়তে থাকে। দিনের শুরুতে মহাসড়কে গাড়ি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়ে। 

তবে জ্যাম না থাকায় স্বস্তিতে আপন ঠিকানায় পৌঁছাতে ব্যস্ত যাত্রীরা। বাস, প্রাইভেককার ও মাইক্রোবাসের পাশাপাশি পিকআপেও ফিরছেন অনেক যাত্রী।

দুপুরে দেখা যায়, দূরপাল্লার যানবাহনের চাপ প্রচুর থাকলেও নেই কোনো যানজট। ভারী যানবাহন ও ব্যক্তিগত গাড়ির চাপ বেশি। তাছাড়া মহাসড়কে ব্যাটারিচালিতরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চাপ অনেক বেশি। 

ধামরাই থানা রোডে গাড়ির জন্য অপেক্ষারত সখিনা বেগম বলেন, গত ঈদের মতো এবারও কোনো যানজটে পড়তে হবে না বলে মনে হচ্ছে। আমাদের পরিবারের তিনজনের টিকিট কাটা হয়েছে আগেই। এখন গাড়ির অপেক্ষায়।

হাইওয়ে পুলিশের পাশাপাশি নিরাপদ সড়ক চাই-এর সদস্যরাও মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানজট নিরসনে কাজ করছেন।

সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক সওগাতুল ইসলাম বলেন, আজ সকাল থেকেই ধীরে ধীরে দূরপাল্লার যান ও প্রাইভেটকারের চাপ বাড়তে থাকে। যানজট নেই। আশা করছি, এ মহাসড়কে মানুষ স্বস্তিতে বাড়ি পৌঁছাতে পারবেন। এখন যানজট না থাকলেও বিকেলের দিকে গাড়ির চাপ আরও বাড়তে পারে।

এইচ.এস/

ঈদযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন