বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ভিয়েতনাম গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২৯শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবার এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ২০১৮ সালের রানার্সআপ ভিয়েতনামের সঙ্গে পড়েছে বাংলাদেশ দল। আর ‘সি’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ ইয়েমেন ও সিঙ্গাপুর। এ গ্রুপের ম্যাচগুলো ভিয়েতনামে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (২৯শে মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় বাছাইপর্বের ড্র। সেখানে এশিয়ার ৪৪টি দলকে ভাগ করা হয় ১১টি গ্রুপে। ১১ গ্রপের চ্যাম্পিয়ন দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। আর ১১ গ্রুপের সেরা চার রানার্সআপও পাবে মূল পর্বের টিকিট।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল গত আসরের বাছাইয়ে আলো ছড়াতে পারেনি। এ ছাড়া মালয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে হারের পর থাইল্যান্ডের কাছেও হেরে যায় ৩-০ ব্যবধানে। পরে ফিলিপাইনের বিপক্ষে সঙ্গী হয় ১-০ গোলের হারের বিষাদ। তাতে বিদায়ঘণ্টা বেজে যায় গ্রুপ পর্ব থেকে।

আগামী ১লা সেপ্টেম্বর থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত হবে বাছাইপর্বের খেলা। আর সৌদি আরবে চূড়ান্ত পর্ব হবে আগামী বছরের জানুয়ারিতে। যেখানে স্বাগতিক হিসেবে মূল পর্বে সরাসরি খেলবে সৌদি আরব। বাছাইপর্ব থেকে আরও ১৫টি দল উত্তীর্ণ হয়ে মোট ১৬ দলে অনুষ্ঠিত হবে এ আসর।

আরএইচ/

ভিয়েতনাম বাংলাদেশ দল অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন