ছবি: সংগৃহীত
ফিফা আয়োজিত সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এখন সর্বোচ্চ গোলের মালিক বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। গত বৃহস্পতিবার (১৯শে জুন) রাতে আটলান্টায় ক্লাব বিশ্বকাপের 'এ' গ্রুপের ম্যাচে তিনি এ রেকর্ড গড়েন। খবর এএফপির।
ওই ম্যাচে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামি ২-১ গোলে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোকে হারিয়েছে। জাদুকরী এক লক্ষ্যভেদে লড়াইয়ে পার্থক্য গড়ে দেন ৩৭ বছর বয়সী মেসি। তিনি ম্যাচের ৫৪তম মিনিটে বাঁ পায়ের ট্রেডমার্ক ফ্রি-কিক থেকে নিখুঁত শটে জাল কাঁপান।
ওই ম্যাচে এফসি পোর্তোকে হারানোর ফলে আরও কিছু অর্জনে নাম লিখিয়েছেন মেসি। মেজর সকার লিগের দল মায়ামির ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে গোলের হাফসেঞ্চুরি (৬১ ম্যাচে) পূর্ণ করেছেন তিনি।
এদিকে ফিফা টুর্নামেন্টে বয়সভিত্তিক ও সিনিয়র পর্যায় মিলিয়ে মেসির এটি ২৫তম গোল। ফলে নারী ও পুরুষ বিভাগ মিলিয়ে এককভাবে রেকর্ডের মালিক হয়ে গেছেন তিনি। এতদিন ২৪টি করে গোল নিয়ে তার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন ব্রাজিলিয়ান নারী ফুটবলার মার্তা।
২০০৫ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ৬ গোল করেছিলেন মেসি। এরপর পাঁচবার মূল বিশ্বকাপে খেলে তিনি নিশানা ভেদ করেছেন ১৩ বার। আর এ নিয়ে চতুর্থবারের মতো ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছেন। টুর্নামেন্টে ষষ্ঠ গোলের দেখা তিনি পেয়েছেন পোর্তোর বিপক্ষে।
পুরুষ বিভাগের রেকর্ডটি আগে থেকেই ছিল মেসির দখলে। তালিকায় তার ঠিক পরের স্থানে যৌথভাবে আছেন সাবেক দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনালদিনহো ও রোনালদো। দুজনই ফিফা টুর্নামেন্টে ১৮টি করে গোল করেছেন। এ ছাড়া যৌথভাবে তিন নম্বরে থাকা পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো ও উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের রয়েছে ১৭টি করে গোল।
এ ছাড়া ফ্রি-কিক থেকে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়দের তালিকায় তিনে আছেন মেসি (৬৮ গোল)। তার উপরে আছেন শুধু জুনিনহো (৭৭ গোল) ও পেলে (৭০ গোল)। এদিকে করিম বেনজেমা ও গ্যারেথ বেলের সঙ্গে ৬ গোল নিয়ে ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে দুইয়ে উঠে এসেছেন মেসি। শীর্ষে থাকা সিআর সেভেন করেছেন ৭ গোল।
আরএইচ/
খবরটি শেয়ার করুন