বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

আজ জাতীয় আইনগত সহায়তা দিবস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৫ পূর্বাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ সোমবার (২৮শে এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস। জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটি উদযাপনের অনুষ্ঠান উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। খবর বাসসের।

জেলা ও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে জাতীয়, জেলা ও স্থানীয় পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থা’র সহকারী পরিচালক (প্রশাসন) ফারিন ফারজানা স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে, দিবসটি উদযাপন উপলক্ষে সংস্থাটি প্রতি বছর একটি তাৎপর্যপূর্ণ স্লোগান/প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে। স্লোগান/প্রতিপাদ্যটি সাধারণ জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি একটি বার্তা পৌঁছে দেয়, যা সরকারি আইন সহায়তা কার্যক্রমকে জনপ্রিয় করতে পারে।

প্রতি বছরের ন্যায় এ বছরও ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে স্লোগান/প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। এবারের স্লোগান/প্রতিপাদ্য হলো- 'দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই'।

২০২৫ সালের মার্চ পর্যন্ত সরকারি খরচে জাতীয় আইনগত সহায়তা সংস্থা’র অধীনে ১১ লাখ ৯৫ হাজার ৭৫ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সেবা দেওয়া হয়েছে।

আরএইচ/



জাতীয় আইনগত সহায়তা দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন