মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

মহাকাশে পরমাণু অস্ত্র নিষিদ্ধে জাতিসংঘের প্রস্তাবে রাশিয়ার ভেটো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

মহাকাশে পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার লক্ষ্যে জাতিসংঘের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া।  

বুধবার (২৪শে এপ্রিল) সব দেশকে শান্তিপূর্ণভাবে মহাকাশ ব্যবহার করতে ও মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা থেকে সরে আসতে আমেরিকা ও জাপান জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। পরে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ টি দেশই এর পক্ষে ভোট দেয়। তবে এতে ভেটো দেয় রাশিয়া। আর চীন কোনো ভোটাভুটিতে অংশ নেয়নি।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, আমেরিকা ও জাপানের খসড়া প্রস্তাবে ৬০টিরও বেশি সদস্য রাষ্ট্রের কাছ থেকে আন্তঃআঞ্চলিক সমর্থন পেয়েছে। প্রস্তাবে জাতিসংঘের সদস্য দেশগুলোকে ১৯৬৭ সালের মহাকাশ চুক্তি অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে পরিকল্পিত পারমাণবিক অস্ত্র বা গণবিধ্বংসী অন্যান্য অস্ত্র তৈরি না করারও আহ্বান জানানো হয়।

আমেরিকার দাবি রাশিয়া স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম এমন একটি পারমাণবিক ডিভাইস তৈরির চেষ্টা করছে। তবে এ দাবি প্রত্যাখান করেছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া জাতিসংঘের প্রস্তাবকে একটি 'নোংরা প্রদর্শনী' এবং প্রস্তাবের সমর্থক আমেরিকা ও জাপানের তৈরি করা 'খামখেয়ালি চাল' বলে বর্ণনা করেছেন।

গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেন, রাশিয়া স্যাটেলাইট বিধ্বংসী সক্ষমতা অর্জন করছে বলে আমেরিকার কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। গোয়েন্দা তথ্যসূত্রে জানা জানায়, এই অস্ত্র বিস্ফোরিত হলে ব্যাপক শক্তির তরঙ্গ তৈরি করে স্যাটেলাইটকে ধ্বংস করতে পারে। ভোটাভুটির আগে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা দাবি করেন, ওই প্রস্তাবে যদি রাশিয়া ভেটো দেয় তার মানে তারা কিছু লুকাচ্ছে। 

আরও পড়ুন: বাংলাদেশ-চীন সামরিক মহড়ার ওপর ‘ঘনিষ্ঠ নজর’ রাখবে ভারত: নয়াদিল্লি

ভোটাভুটির পর বুধবার মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড তার বক্তব্যে বলেন, আপনারা যদি নিয়ম মেনে চলেন, তাহলে কেন এমন একটি প্রস্তাব সমর্থন করবেন না। আপনারা কী কিছু লুকাচ্ছেন? এটা বিস্ময়কর এবং এটি লজ্জাজনক।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত চীনের ভোট দেয়া থেকে বিরত থাকার নিন্দাও জানান।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে মহাকাশে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে বড় দুই পরমাণু শক্তিধর দেশ আমেরিকা ও রাশিয়ার মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। আর রাশিয়ার পারমাণবিক মহাকাশ অস্ত্রের সম্ভাবনা নিয়ে হোয়াইট হাউসের মন্তব্য সেই উদ্বেগকে আরও গভীর করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অস্ত্র স্পেসএক্সের স্টারলিংকের মতো স্যাটেলাইটগুলোকে নিশ্চিহ্ন করে দিতে পারে, যা ইউক্রেন সফলভাবে রুশ সেনাদের মোকাবেলায় ব্যবহার করেছে।

সূত্র: সিএনএন

এসকে/ 

পরমাণু অস্ত্র নিষিদ্ধ রাশিয়ার ভেটো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন