বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাইয়ের মধ্যে স্পেনের স্বীকৃতি পাচ্ছে প্যালেস্টাইন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, চলতি বছরের জুলাই মাসের মধ্যে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চলেছে তার দেশ। স্প্যানিশ গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডান, কাতার এবং সৌদি আরব সফরের প্রথম দিনে জর্ডানের রাজধানী আম্মানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। 

আরো পড়ুন: গাজায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় বাইডেনের নিন্দা

প্রধানমন্ত্রী সানচেজ বলেন, প্যালেস্টাইনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিলে, ইউরোপের অন্যান্য দেশগুলোও তাদের দেখানো পথে এগোবে। এই বিষয়ে ইউরোপের বাকি দেশগুলোকেও রাজি করানোর চেষ্টা করছে স্প্যানিশ সরকার। 

এরইমধ্যে স্লোভেনিয়া, মাল্টা ও আয়ারল্যান্ড স্পেনের আহবানে সম্মতিও জানিয়েছে। দেশগুলো বলছে, উপযুক্ত সময়েই প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হবে।

সূত্র: এল পাইস এবং লা ভ্যানগার্ডিয়া 

এইচআ/ আই.কে.জে/  

স্পেন স্বীকৃতি প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন