ছবি : সংগৃহীত
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রোববার (১২ই জানুয়ারি) সন্ধ্যায় স্কোয়াড ঘোষণা করা হয়। দলে জায়গা হয়নি তারকা ক্রিকেটার মুজিব উর রহমানের। এই টুর্নামেন্টে আফগানদের নেতৃত্বে থাকছেন হাশমতউল্লাহ শহীদি। যথারীতি আছেন তারকা স্পিনার রশিদ খান। এ ছাড়া দলে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবিও।
মুজিবের স্কোয়াডে না থাকার কারণ জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাচক আহমদ সুলেমান খিল। গণমাধ্যমে তিনি বলেন, মুজিবকে স্কোয়াডে রাখা হয়নি কারণ ডাক্তার তাকে কিছুদিনের জন্য শুধুই টি-২০তে মনোযোগ দিতে বলেছেন। এজন্য ওয়ানডেতে ফিরতে তার কিছুটা সময় লাগবে।
আফগানিস্তানের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সরকার তাদের দেশের বোর্ডকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার অনুরোধ করেছে। যদিও ইংল্যান্ড বোর্ড জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা আফগানিস্তানের বিপক্ষে খেলবে।
আরো পড়ুন : চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া প্রসঙ্গে যা বললেন লিটন
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানরা। ২১শে ফেব্রুয়ারি করাচিতে হবে সেই ম্যাচ। ২৬শে ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে আফগানিস্তান। গ্রুপপর্বের শেষ ম্যাচও একই মাঠেই। ২৮শে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে খেলবে তারা।
আফগানিস্তান স্কোয়াড
হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমতউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবদিন নাইব, আজমাতউল্লাহ ওমারজাঈ, মোহাম্মদ নবি, রশিদ খান, আল্লাহ ঘাজানফার, নুর আহমেদ, ফজলহক ফারুকি, ফারিদ মালিক এবং নাভিদ জাদরান।
রিজার্ভ : দরবেশ রসুলি, নাঙ্গিয়াল খরোটি, বিলাল সামি
এস/কেবি