মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন *** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

শুঁটকি করে রাখতে পারেন গরুর মাংস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

শুঁটকির কথা হলেই সবার আগে মাথায় আসে মাছের শুঁটকি। কিন্তু মাংসেরও যে শুঁটকি করা যায় এটা অনেকেরই অজানা। আমাদের দেশের বেশকিছু অঞ্চলে মাংসের শুঁটকির চল রয়েছে। বিশেষ করে কোরবানির মাংস দিয়ে অনেকে শুঁটকি বানিয়ে থাকেন। এবার গরুর মাংসের শুঁটকি আপনিও বানাতে পারেন বাড়িতেই।

খুব বেশি ঝামেলা না করে, শুধু রোদে শুকিয়ে বানাতে পারেন মাছের শুঁটকি। তবে মাংসের শুঁটকি বানাতে কিছু কৌশল মানতে হবে। তা না হলে, নষ্ট হয়ে যেতে পারে মাংস। তাই সঠিক নিয়মে করতে হবে গরুর মাংসের শুঁটকি।

আরো পড়ুন : ডায়াবেটিস ও হার্টের সমস্যা নিয়ন্ত্রণ করে জাম!

মাংসের শুটকি করতে লাগবে হাড় ও চর্বি ছাড়া মাংস, হলুদ, বড় চালনি, গুনা তার বা মোটা সুতা। প্রথমে মাংস টুকরো করে কেটে নিন। তারপর ধুয়ে শুধু হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার একটা পাতিলে মাংসগুলো নিয়ে পানি ছাড়া সেদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাংসের ভেতরে যেন কাঁচা না থাকে। কারণ কাঁচা মাংসে শুটকি হয় না। সেদ্ধ হয়ে গেলে চালুনিতে ঢেলে দিন। তারপর পানি ঝরিয়ে ঠাণ্ডা করে নিন। এরপর গুনা তার বা সুতাতে গেঁথে কড়া রোদে শুকাতে হবে। চাইলে চুলার আঁচেও শুকাতে পারেন। তবে রোদে শুকানো সবচেয়ে ভালো। রোদ না থাকলে চুলাতেও শুকাতে পারেন। এরপর সুতা বা তার থেকে খুলে এয়ার টাইট বাক্সে বা টিনের কৌটায় রাখুন। ব্যস তৈরি গরুর মাংসের শুঁটকি।

এস/ আই.কে.জে

গরুর মাংস শুঁটকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন