বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

ইন্দোনেশিয়ার তরুণীর টিকটকে প্রেম, বিয়ে মাদারীপুরে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে ইন্দোনেশিয়ার তরুণী ইফহার সঙ্গে সিঙ্গাপুরে পরিচয় হয় বাংলাদেশি তরুণ শামীম মাদবরের। সেখানেই তাদের প্রেম হয়। দুই বছরের মাথায় প্রেমের সম্পর্ক বিয়েতে গড়ায়। ইফহা শামীমকে বিয়ে করতে চলে আসেন শামীমের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরের বড় কেশবপুর গ্রামে।

জানা যায়, ২০১৮ সালে লালমিয়া মাদবরের তৃতীয় সন্তান শামীম সিঙ্গাপুর যান। সেখানে টিকটকের মাধ্যমে পরিচয় হয় ইন্দোনেশিয়ার তরুণী ইফহার সঙ্গে। মা-বাবা ইন্দোনেশিয়ায় বসবাস করলেও ইফহা সিঙ্গাপুরে অনলাইনে কসমেটিকসের সফল ব্যবসায়ী।

আরো পড়ুন: বিএ পাশ করলেন ভ্যান চালক হায়দার আলী, চান কাজের সুযোগ

ইউটিউবে বাংলাদেশে বিয়ের ধরন পছন্দ হওয়ায় তারা এখানেই বিয়ের পরিকল্পনা করেন ইফহা। প্রথমে দুই পরিবার রাজি না থাকলেও, পরে সিদ্ধান্ত পরিবর্তন করে। এ অনুযায়ী ৩০শে জানুয়ারি সিঙ্গাপুর থেকে বাড়ি আসেন শামীম। ১৭ই ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ইফহা। শামীমের পরিবার সানন্দে গ্রহণ করেন ওই তরুণীকে।

বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) গায়ে হলুদ ও শুক্রবার শামীমের বাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এদিকে, বিদেশি তরুণীর বিয়ের অনুষ্ঠান দেখতে শামীমের বাড়িতে ভিড় জমায় এলাকাবাসী।

ছেলের বিয়ের বিষয়ে শামীমের বাবা বলেন, বিদেশি মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে। আমরা ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাও বিয়েতে রাজি হয়েছেন। শুক্রবার শামীম ও আমার ছোট ছেলে সুমনের একত্রে বিয়ে দিয়েছি।

এ বিষয়ে বর শামীম বলেন, ও খুবই ভালো মনের মানুষ। আমরা সিঙ্গাপুর যাবো। ওখান থেকে ইন্দোনেশিয়ায় ওর বাবা-মায়ের কাছে বেড়াতে যাবো।

এসি/

ইন্দোনেশিয়া মাদারীপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন