বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

১০ টাকায় মিলছে গরুর মাংস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

শেরপুরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য ১০ টাকায় গরুর মাংস ও শাড়ি-লুঙ্গি দিচ্ছে ‘আজকের তারুণ্য’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন‌। 

‘সব দায়িত্ব রাষ্ট্রের নয়, কিছু দায়িত্ব আমার, কিছু আপনার’- এ স্লোগান নিয়ে শেরপুরের স্বেচ্ছাসেবী এই সংগঠন প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে এই উদ্যোগ নিয়েছে।  

শুক্রবার (৫ই এপ্রিল) বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা উত্তরা স্পেশালাইজড হাসপাতালের পরিচালক জুবায়ের বিপ্লব, রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক রফিক মজিদ ও শহিদুল ইসলাম হীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম সৌরভ।

আয়োজকরা জানান, এ কর্মসূচি চলবে ঈদের আগের দিন পর্যন্ত। উদ্বোধনী দিনে দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে গরুর মাংস ও শাড়ি-লুঙ্গি বিক্রি করেন ১০ টাকার বিনিময়ে। একেবারে বিনামূল্যে কোনো জিনিস নিলে প্রত্যেক মানুষের মনে কিছুটা হলেও লজ্জাবোধ থেকে যায়। তাই প্রতীকী মূল্য হিসেবে ১০ টাকায় গরুর মাংস ও শাড়ি-লুঙ্গি কিনতে পেরে খুশি অসহায় ও দরিদ্র এসব মানুষ।

আরও পড়ুন: ১০ টাকায় শাড়ি-লুঙ্গীর হাট, ব্লাউজ ২ টাকা

যেসব নিম্ন মধ্যবিত্ত মানুষ উচ্চ মূল্যের কারণে গরুর মাংসসহ শাড়ি-লুঙ্গি কিনতে পারেন না তাদের জন্যই আজকের তারুণ্যের এই আয়োজন বলে জানান সংগঠনটি সভাপতি রবিউল ইসলাম রতন। তিনি আরও জানান, এই কর্মসূচি ঈদের আগের দিন পর্যন্ত চলবে।

আজকের তারুণ্যের মতো করে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠন যদি এসব হতদরিদ্রের পাশে এসে দাঁড়ায় তাহলে সমাজে দরিদ্রতা ও অসহায়ত্ব অনেকাংশে কমে যাবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।

এসকে/ 

১০ টাকায় গরুর শেরপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন