মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক

করোনার প্রভাবে ছোট হচ্ছে পুরুষাঙ্গের আকার!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

শুধু শ্বাসযন্ত্র নয়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ধাক্কায় শরীরের অন্যান্য অঙ্গেরও মারাত্মক ক্ষতি হয় বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন বিশেষজ্ঞরা। এবার সেই তালিকায় যুক্ত হলো পুরুষদের যৌনাঙ্গ। করোনায় আক্রান্ত হওয়ার পরবর্তী সময়ে এক আমেরিকান যুবকের শরীরে দেখা গেছে, তার পুরুষাঙ্গের দৈর্ঘ্য কমে যাওয়ার উপসর্গ আর এ সংক্রান্ত গবেষণাতে চক্ষু চরকগাছ গবেষকদের!

বছর তিরিশের বিষমকামী ওই আমেরিকার নাগরিক দীর্ঘদিন ধরে ভুগেছেন করোনায়। শেষ পর্যন্ত কোভিড-১৯ জয় করে তিনি ছাড়া পান হাসপাতাল থেকে। করোনা মুক্ত হওয়ার অনেকদিন পর সংশ্লিষ্ট ব্যক্তি হঠাৎ খেয়াল করেন যে, তিনি লিঙ্গ শিথিলতার শিকার। তার পুরুষাঙ্গ আগের মতো শক্ত হয় না। বেশ কিছুদিন চিকিৎসা করার পর লিঙ্গ শিথিলতার সমস্যা দূর হলেও যুবকের দাবি, প্রায় দেড় ইঞ্চি কমে গেছে তার লিঙ্গের দৈর্ঘ্য। অর্থাৎ, আকারে আগের তুলনায় ছোট হয়ে গেছে পুরুষাঙ্গ।

যুবকের আরও দাবি চিকিৎসকরা তাকে বলেছেন, তার পুরুষাঙ্গের সংবহনতন্ত্রের স্থায়ী ক্ষতির ফলে ঘটেছে এমন ঘটনা। চিকিৎসকদের আশঙ্কা এ ক্ষতি চিরস্থায়ীও হতে পারে। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

সম্প্রতি ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডনের’ করা একটি গবেষণায় স্পষ্ট হয়েছে এ ঘটনার কারণ। ৩৪০০ জনের উপর করা এ গবেষণা বলছে, অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় দু’শো জনের লিঙ্গ শিথিলতার সমস্যা দেখা দিয়েছে কোভিড আক্রান্ত হওয়ার পর। তাদের পুরুষাঙ্গ যৌন মিলনের সময় যথাযথভাবে শক্ত হয় না। 

পুরুষের স্বাস্থ্য সংক্রান্ত  বিজ্ঞান বিষয়ক পত্রিকাতে প্রকাশিত একটি গবেষণা পত্রেও একই দাবি করা হয়েছে বিজ্ঞানীদের তরফ থেকে। তাদের বক্তব্য, কোভিডের ফলে ক্ষতিগ্রস্থ হতে পারে এন্ডোথেলিয়াল কোষ। আর জন্যই দেখা দিতে পারে লিঙ্গ শিথিলতা।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা যৌন জীবনে তো বটেই, নেতিবাচক প্রভাব ফেলে আক্রান্তের মানসিক স্বাস্থ্যের উপরেও। তবে শুধু লিঙ্গ শিথিলতাই নয়, অনিচ্ছাকৃতভাবে পুরুষাঙ্গ একটানা দৃঢ়-শক্ত হয়ে থাকার ঘটনাও কোভিড পরবর্তী সময়ে বিরল নয়। বিজ্ঞানের ভাষায় এ উপসর্গকে বলা হয় ‘প্রায়াপিজম’।

এইচ.এস/

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন