বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

প্রাকৃতিকভাবে ঝলমলে ও কালো চুল পেতে খান এই ৫ খাবার!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৩ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

সুন্দর চুল কে না চায়। তবে প্রাকৃতিকভাবে আপনার চুল দীর্ঘদিন ঝলমলে ও কালো রাখতে চাইলে নিয়মিত খেতে পারেন কিছু খাবার। চলুন জেনে নেওয়া যাক তেমনই ৫টি খাবার সম্পর্কে-

কালোজিরা

কালোজিরা অনেকভাবে আমাদের শরীরের জন্য উপকার বয়ে আনে। নিয়মিত কালোজিরা খাওয়ার স্বাস্থ্য সুবিধা সম্পর্কে অনেকেরই জানা। তবে আপনি কি জানেন যে এই ক্ষুদ্র কালো বীজ আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করতে সাহায্য করতে পারে? নিয়মিত কালোজিরা খেলে তা চুল লম্বা এবং স্বাস্থ্যকর করে তোলে। সেইসঙ্গে চুল হয় ঝলমলে ও কালো।

কারি পাতা

জেট-ব্ল্যাক চুলের জন্য মেলানিন গুরুত্বপূর্ণ এবং কারি পাতা চুলের ফলিকলে হরমোন পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারে, যা পেকে যাওয়া ধীর করতে পারে। তাই নিয়মিত আপনার খাবারের তালিকায় কারিপাতা রাখুন। বিভিন্ন ধরনের খাবার তৈরিতে এই পাতার ব্যবহার আপনার সুস্থ ও কালো চুলের নিশ্চয়তা দেবে।

আরো পড়ুন : সবচেয়ে বেশি ফাইবার থাকে এই ৫ ফলে!

 আমলকী

আমলকী তার অসাধারণ উপকারিতার জন্য সর্বাধিক পরিচিত। শুধু শরীরের জন্যই নয়, এই উপকারী ফল আমাদের চুলের স্বাস্থ্যের জন্যও বিস্ময়কর কাজ করতে পারে। আমলকীতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চুলের অকালে পেকে যাওয়া রোধ করতে সাহায্য করে। আপনি যদি ঝলমলে ও কালো চুল চান তবে নিয়মিত আমলকী খাওয়ার অভ্যাস করুন।

গমের ঘাস

কারি পাতার মতো, গমের ঘাসও চুলের গোড়াকে উদ্দীপিত করতে সাহায্য করে, যার ফলে চুল মজবুত হয়। তাছাড়া এটি বিষাক্ত পদার্থ দূর করতেও সাহায্য করে। তাই পরিচিত না হলেও এই খাবারটি নিয়মিত রাখতে পারেন খাবারের তালিকায়, যদি আপনি কালো চুল পেতে চান।

কালো তিল

আমাদের চুলের জন্য আরেকটি সুপারফুড হলো কালো তিল, যা চুলকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং মাথার ত্বকে পুষ্টি যোগাতে সাহায্য করে। তাই আমাদের খাবারের তালিকায় কালো তিল যোগ করে নেওয়া উচিত। নিয়মিত এই তিল খেলে তা চুল সুন্দর করার পাশাপাশি স্বাস্থ্যও ভালো রাখতে কাজ করবে।

এস/কেবি

চুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন