ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্ত্রীকে হাসপাতালে নেওয়ার সময় গুলিবিদ্ধ হন দিনমজুর আব্দুর রশিদ। দিনমজুর হওয়ায় সাধ্য ছিল না চিকিৎসা করানোর। স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে চিকিৎসায় বেঁচে ফিরলেও থমকে যায় চিকিৎসা। এরপর স্বামীর চিকিৎসার খরচ জোগাড় করতে স্ত্রী বিক্রি করে দিয়েছিলেন নবজাতক সন্তানকে।
পরে প্রশাসনের হস্তক্ষেপে সন্তান ফিরে পেলেও অর্থের অভাবে থুবড়ে পড়ে রশিদের চিকিৎসা। খবরটি জানার পর সেই রশিদকে চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা দিয়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি ইউএস’।
সোমবার (৭ই অক্টোবর) সন্ধ্যায় জেলার তেঁতুলিয়ার উপজেলা পরিষদে হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত তেঁতুলিয়ার আয়োজনে লাভ শেয়ার বিডি ইউএস’র সংগঠনটির দেওয়া নগদ ৫০ হাজার টাকা গুলিবিদ্ধ রশিদের হাতে তুলে দেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি। ভবিষ্যতে চিকিৎসার যাবতীয় খরচ বহন করার আশ্বাস প্রদান করেছেন ইউএনও।
ওআ/ আই.কে.জে/