বৃহস্পতিবার, ১লা মে ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পরিবার পরিকল্পনায় পরিদর্শিকা পদে ৭৬২১ জনের ফলাফল দিতে হাইকোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরিবার পরিকল্পনা অধিদপ্তর আওতাধীন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের ৭ হাজার ৬২১ জনের মৌখিক পরীক্ষা গ্রহণ করে তিন মাসের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

রোববার (১৫ই ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।

আরও পড়ুন: ভারতীয় টিভি চ্যানেল বন্ধে রিটের শুনানি জানুয়ারিতে : হাইকোর্ট

রায়ের পর আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া গণমাধ্যমকে বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ১০৮০টি পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে রিটকারীরাসহ সারা বাংলাদেশ থেকে আবেদনকারিকারীরা আবেদন করে পরবর্তী সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের ২৯শে জানুয়ারি লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়। ওই লিখিত পরীক্ষায় ৭ হাজার ৬২১ জন আবেদনকারী উত্তীর্ণ হন। এবং রিটকারীরাসহ সব লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা অনুষ্ঠিত হয়।

তবে ভাইভা পরীক্ষা শেষ হওয়ার পরও রেজাল্ট প্রকাশ না করে গত ১৪ই জানুয়ারি পরিবার পরিকল্পনা অধিদপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে লিখিত মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে। পরে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

এসি/কেবি

পরিবার পরিকল্পনায় পরিদর্শিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন