সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক *** আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ভারতে আজ ভোট গণনা, মোদীর হ্যাটট্রিক না কি বিরোধীদের 'কামব্যাক'?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৩ পূর্বাহ্ন, ৪ঠা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাত দফা ভোটগ্রহণের পর মঙ্গলবার (৪ঠা জুন) ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। ইতোমধ্যে ভোট গণনা শুরু হয়েছে দেশটির স্থানীয় সময় সকাল ৮টায়। এদিকে, লোকসভা নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংস পরিস্থিতি এড়াতে ভারতজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটি ২০ লাখ ভোটার। ভোটারদের অর্ধেকই নারী। 

ভারতের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস নির্বাচনে অংশ নিয়েছে জোট গঠন করে। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোট এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স শুরু থেকেই ৪০০-র বেশি আসন পাওয়ার প্রত্যাশা করছে। অপরদিকে, কংগ্রেসের ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) এবার বিজেপির জয়রথ থামানোর ব্যাপারে আশাবাদী।

আরো পড়ুন: ভারতের লোকসভার নির্বাচনের ফল ঘোষণা আগামীকাল

এদিকে ফল ঘোষণার আগে বুথফেরত জরিপকে ঘিরে তুমুল তর্ক-বিতর্ক চলছে। বুথফেরত জরিপ বলছে, আবারও নরেন্দ্র মোদির বিজেপি ক্ষমতায় আসছে। আর মোদিই তৃতীয় মেয়াদে বসছেন প্রধানমন্ত্রীর চেয়ারে। তবে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিরোধী শিবির এসব জরিপকে মিথ্যা বলে দাবি করছে।

দেশটির একটি সংবাদমাধ্যম প্রথম বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করে বলেছে, নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট এবারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির চারটি সংবাদমাধ্যম ও সংস্থার বুথ ফেরত জরিপের ফলাফলে বলা হয়েছে, ক্ষমতাসীন এনডিএ জোট ৫৪৩ আসনের লোকসভার ৩৫০টিরও বেশি আসনে জয় পেতে পারে। যেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭২টি আসন প্রয়োজন।

উল্লেখ্য, ভারতের সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে।  

সূত্র: এএফপি

এইচআ/ আই.কে.জে/ 

লোকসভা নির্বাচন ভোট গণনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন