বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রভাসকে ভয় পেলেন অজয় দেবগন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান ও দীপিকাকে একসঙ্গে পেয়ে যারপরনাই মুগ্ধ দর্শকরা। ফলে বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে ‘কাল্কি’ । এই তাণ্ডবে ভীত মুক্তিপ্রতীক্ষিত ছবিগুলো। অজয় দেবগনও রয়েছেন তালিকায়। তার ‘অউরো মে কাহা দম থা’সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক নীরজ পাণ্ডে একটু বেশিই সচেতন। দুম করেই পিছিয়ে দিলেন তার নতুন ছবি ‘অউরো মে কাহা দম থা’র মুক্তি। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো, এই ছবি ৫ই জুলাই মুক্তি পাচ্ছে না। নতুন মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

আরো পড়ুন: চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’ মুক্তি পাচ্ছে ১৫ই আগস্ট

অ্যাকশন, থ্রিলার ছবি বানানোর জন্যই জনপ্রিয় পরিচালক নীরজ পাণ্ডে। সেই নীরজই এবার হাত রেখেছেন লাভ স্টোরিতে। টাবু ও অজয় দেবগণকে নিয়ে একেবারে অন্য ধরনের গল্প বলতে চলেছে ‘অউরো মে কাহা দম থা’। প্রশংসিত হয়েছে এ ছবির ট্রেলার। তবে কাল্কির কারণে শুরুতেই খেল হোঁচট। যদিও ছবিটির মুক্তি পিছিয়ে যাওয়ার কারণ নিয়ে এখনও কিছু বলেননি নীরজ। 

এদিকে মুক্তির প্রথম চার দিনেই ৫০০ কটি রুপি আয় করে চমকে দিয়েছে ‘কল্কি’ । তবে এরমধ্যে তা ছুঁয়েছে ৬০০ কোটির ঘর। ফলে আশ্বিন নাগের সিনেমার দাপটে কাঁপছে বলিউড। 

এসি/

প্রভাস অজয় দেবগন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন