বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভুল হবেই, আমি দেবতা নই : মোদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

চা বিক্রেতা থেকে ১৪০ কোটি মানুষের প্রধানমন্ত্রিত্ব করছেন নরেন্দ্র মোদি। দেশ চালাতে গিয়ে অকপটে স্বীকার করে নিয়েছেন নিজের ভুলের কথা। ভারতের একটি প্রতিষ্ঠান তাকে নিয়ে পডকাস্ট তৈরি করেছে। ওই পডকাস্টে মোদি নিজের বিভিন্ন দিক তুলে ধরেন। খোলামেলা আলোচনা করেন নিজের ভুলগুলো নিয়েও।

আলোচনার একপর্যায়ে তিনি বলেন, ভুল হবেই, কারণ আমি মানুষ, কোনো দেবতা নই।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, পডকাস্টের ভিডিও প্রকাশের আগে, দুই মিনিটের একটি ট্রেলার প্রকাশ পায়। যেখানে উপস্থাপক নিখিল অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছেন, যার উত্তর দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।

পডকাস্টে নিখিল প্রধানমন্ত্রী মোদিকে প্রশ্ন করেছেন যে একজন যুবক যদি নেতা হতে চায়, তাহলে তাকে কী কী পরীক্ষা দিতে হতে পারে? এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত। এমন মানুষ যারা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নয়; দেশ গঠনের মিশন নিয়ে আসে।

আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে দাবানল কিছুটা নিয়ন্ত্রণে

পডকাস্টে মোদিকে বিশ্বে চলমান যুদ্ধ সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, তিনি শান্তির পক্ষে। তবে এমন সংকটে নিরপেক্ষ হতে পারেন না। এটাকে বড় ব্যর্থতা হিসেবেই আখ্যায়িত করছেন।

মোদিকে জিজ্ঞাসা করা হয় কেউ যদি মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে থাকে এবং শৈশব থেকে বলা হয় যে রাজনীতি একটি নোংরা জায়গা। তাহলে ভালো মানুষ রাজনীতিকে আসবে কীভাবে? এ নিয়ে কৌশলী উত্তর দিয়েছেন নরেন্দ্র মোদি। বলেন, এমনটা হলে দেশ চালানো সম্ভব হতো না।

এসি/ আই.কে.জে/ 

নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন