বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শপথ নিলেন নরেন্দ্র মোদি, অনুষ্ঠানে যোগ দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ৯ই জুন ২০২৪

#

ছবি - সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব নিতে যাওয়া নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবনে পৌঁছান শেখ হাসিনা।

ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ভারতে যান শেখ হাসিনা। তিনি ছাড়াও দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরের দেশগুলোর নেতারা এই অনুষ্ঠানে অংশ নিতে ভারতে গেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার ডাহাল, ভুটানের প্রধানমন্ত্রী থেসেরিং তোবগে।

মোদির এই শপথ অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। প্রথমেই মোদিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। এরপর একে একে মন্ত্রীরা শপথ নিতে থাকেন।

আই.কে.জে/

শপথ নিলেন নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন