বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

বন্য হাতির আক্রমণে সজল-বুবলীর সিনেমার শুটিং ব্যাহত

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৬ অপরাহ্ন, ২৮শে মে ২০২৫

#

সজল ও বুবলী। ছবি: সংগৃহীত

বড় পর্দায় প্রথমবার জুটি হয়ে আসছেন আব্দুন নূর সজল ও শবনম বুবলী। শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকায় চলছে এ জুটির প্রথম সিনেমা ‘শাপলা শালুক’-এর শুটিং। পাহাড়ি এলাকায় শুটিং করতে গিয়ে বন্য হাতির আক্রমণের মুখে পড়েছিলেন বলে জানালেন সজল। তবে সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

আজ বুধবার (২৮শে মে) স্থানীয় ভূমি অফিসে শুটিংয়ের সময়ের একটি ভিডিও শেয়ার করে এ তথ্য জানিয়েছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায়, বন্য হাতির আক্রমণে ভূমি অফিসের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। সজল বলেন, ‘আমাদের সেটে গতকাল (মঙ্গলবার) ৮-৯টা বন্য হাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে হাতিগুলোকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের কারও।’

অ্যাকশন-রোমান্টিক ঘরানায় শাপলা শালুক সিনেমাটি পরিচালনা করছেন রাশেদা আক্তার লাজুক। এটি নির্মাতার প্রথম সিনেমা। সিনেমার গল্প নিয়ে সজল বলেন, ‘এখানে আমার চরিত্রে নাম পরাণ। গল্পের সব কটি চরিত্রই খুব চ্যালেঞ্জিং। সাধারণ, চিরচেনা কোনো চরিত্র নয়। এটি একটি অ্যাকশন-রোমান্টিক গল্পের সিনেমা। আমাকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে হচ্ছে। তাই ১০-১৫ দিনের একটি রিহার্সালেও অংশ নিয়েছি। আশা করি, ভালো কিছু হবে।’

সজল-বুবলী ছাড়া শাপলা শালুক সিনেমায় আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল ও বাপ্পী প্রমুখ। সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির নাম পরিবর্তন হতে পারে।

এইচ.এস/

ঢাকাই সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন