ছবি: সংগৃহীত
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন একটি চুক্তি সই করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। গতকাল শুক্রবার (২৫শে এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রোমে পৌঁছে ট্রাম্প সাংবাদিকদের সামনে এ কথা বলেন। খবর বিবিসির।
মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বৈঠক করার কয়েক ঘণ্টা পর ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করলেন।
গতকাল শুক্রবার (২৫শে এপ্রিল) প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আলোচনা করার জন্য আজ বেশ ‘ভালো একটি দিন’। তবে এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন, চুক্তির প্রধান পয়েন্টগুলোর বেশির ভাগ নিয়ে একমত হওয়া গেছে। তিনি রাশিয়া ও ইউক্রেনকে ‘খুবই উচ্চপর্যায়ের’ বৈঠক করার এবং ‘চুক্তি সই করার’ তাগিদ দিয়েছেন।
গতকাল এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, নিঃশর্তভাবে যুদ্ধবিরতি মেনে নিতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করা দরকার। পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি’ হলে কিয়েভ আর মস্কোর মধ্যে ভূখণ্ডের বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে।
গতকাল শুক্রবার (২৬শে এপ্রিল) তিন বছরের বেশি সময় ধরে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধে উচ্চপর্যায়ের আলোচনার জন্য চতুর্থ বারের রাশিয়ায় যান ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
পুতিন-উইটকফের তিন ঘন্টার আলোচনা পসঙ্গে পুতিনের সহযোগী উষাকভ বলেন, ‘বিশেষ করে ইউক্রেন সংকটের বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা আবারও শুরু করার সম্ভাবনা নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে।’
আরএইচ/
ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ স্টিভ উইটকভ
খবরটি শেয়ার করুন