সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক *** আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পুরভরা মুচমুচে মরিচভাজার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

মরিচ দিয়ে তৈরি করা যায় পুরভরা মুচমুচে মরিচভাজা। এটি এতটাই খেতে সুস্বাদু যে এটি একবার খেলে মন বলবে বারবার চাই। রইলো মুচমুচে মরিচভাজার রেসিপি -

পুরভরা মুচমুচে মরিচভাজা

মিশ্রণের জন্য উপকরণ: বড় আকারের মরিচ ১০–১২টি, বেসন আধা কাপ, চালের গুঁড়া ২ টেবিল চামচ, লাল মরিচগুঁড়া আধা চা-চামচ, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, কাসুরি মেথি ২ চা-চামচ, পানি আন্দাজমতো।

আরো পড়ুন : মজাদার অরেঞ্জ চিকেন তৈরি করুন ঘরেই

প্রণালি: একটি পাত্রে বেসন নিয়ে নিন। একে একে চালের গুঁড়া, গরম মসলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদগুঁড়া, বেকিং পাউডার, আদাবাটা, রসুনবাটা এবং কাসুরি মেথি একসঙ্গে মিশিয়ে নিন। এর মধ্যে পানি মেশাতে থাকুন। একবারে বেশি পানি দেবেন না। অল্প অল্প করে পানি ঢালুন এবং মেশাতে থাকুন। এতে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশে যাবে এবং মিশ্রণটি হালকা হবে। মরিচগুলো মুচমুচে ভাব হবে। মিশ্রণটি ৫ মিনিটের জন্য রেখে দিন। এই সুযোগে মরিচগুলো তৈরি করে নিন।

পুরের জন্য উপকরণ: মুরগির কিমা ১ কাপ, পেঁয়াজ মিহি করে কুচি আধা কাপ, পেঁয়াজপাতাকুচি ১ কাপ, ধনেপাতাকুচি স্বাদমতো, মরিচগুঁড়া আধা চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি: মরিচ মাঝ বরাবর কেটে ভেতরের বিচি বের করে ফেলুন। পুরের উপকরণ সব একসঙ্গে ভালো করে মেখে নিন। এবার এই মাখা পেস্ট মরিচের ভেতর আলতো হাতে ভরে নিন। চুলায় কড়াইতে তেল দিন। তেল গরম হলে পুরভরা মরিচ একটা একটা করে মিশ্রণে চুবিয়ে ভেজে নিন। তেল থেকে তুলে খিচুড়ির সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/


মুচমুচে মরিচভাজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন