মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১

স্বামীকে ইউক্রেনীয় নারীদের ধর্ষণে উৎসাহ, রুশ নারীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ৩রা এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করতে স্বামীকে ‘উৎসাহিত করায়’ এক রুশ নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কিয়েভের শেভচেনকিভস্কি জেলা আদালত এ রায় দেন। রাশিয়ান সংবাদপত্র প্রাভদার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০২২ সালের এপ্রিলে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসএসইউ) বিভাগ একজন রুশ সেনার ফোনালাপ প্রকাশ করে। ওই কথোপকথনে ওলগা বাইকোভস্কায়া নামের নারী তার স্বামী রাশিয়ান সেনা রোমান বাইকোভস্কিকে বলছিলেন, ‘তুমি ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করতে পারো, কিন্তু সুরক্ষা (কনডম) ব্যবহার কোরো।’

রেডিও লিবার্টির ইউক্রেনীয় ও রুশ সার্ভিসের সাংবাদিকরা নিশ্চিত করেন, এ দম্পতি রুশ অধিকৃত ক্রিমিয়ার ফিয়োদোসিয়ায় বসবাস করেন। যুদ্ধের আইন লঙ্ঘনের অভিযোগে ইউক্রেনীয় কর্তৃপক্ষ ওলগাকে আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করে। এরপর ইউক্রেনের আইন প্রয়োগকারী সংস্থাগুলো তদন্ত শেষ করে ২০২২ সালের ডিসেম্বরে ওলগা বাইকোভস্কায়ার (পিনিয়াসোভা) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

ইউক্রেনের আদালত গত ডিসেম্বরে এ মামলার শুনানি শেষে বুধবার (স্থানীয় সময়) রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত ওলগা আদালতে অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতিতেই এ রায় দেওয়া হয়।

গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রাশিয়ান সেনাদের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। এর মধ্যে বেসামরিক নাগরিক হত্যা, নারী ধর্ষণ ও গণকবরের ঘটনা সবচেয়ে আলোচিত।

এইচ.এস/

কারাদণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন