ছবি: সংগৃহীত
কংগ্রেস নেতা রাহুল গান্ধী অপারেশন সিঁদুর প্রসঙ্গে আবারও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে কিছু কঠিন প্রশ্ন করেছেন। রাহুল দাবি করেন, ভারতের পররাষ্ট্রনীতি ‘ভেঙে পড়েছে’। তিনি বলেন, জয়শঙ্করকে ব্যাখ্যা করতে হবে কেন ভারতকে পাকিস্তানের কাতারে এনেছেন এবং কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তির মধ্যে ‘মধ্যস্থতা’ করতে বলেছেন।
আজ শুক্রবার (২৩শে মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজ দল কংগ্রেসের একটি পোস্ট শেয়ার করেন রাহুল গান্ধী। সেখানে ডাচ সম্প্রচারমাধ্যম এনওএসের সঙ্গে এক সাক্ষাৎকারে পেহেলগামের হামলা ও ভারত-পাকিস্তানের মধ্যে পরবর্তী উত্তেজনা নিয়ে কথা বলেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
রাহুল সেই ভিডিও শেয়ার করে বলেন, ‘জে জে (জয়চাঁদ জয়শঙ্কর) কি ব্যাখ্যা করবেন, কেন ভারতকে পাকিস্তানের কাতারে আনা হয়েছে? কেন একটি দেশও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন করেনি? কে ট্রাম্পকে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে বলেছিলেন?’
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল দাবি করেন, ‘ভারতের পররাষ্ট্রনীতি ভেঙে পড়েছে।’ তাই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির জন্য অন্য দেশের সহায়তা নিতে হচ্ছে। তার মতে, বিশ্বব্যাপী ভারতের অবস্থান এখন পাকিস্তানের কাতারে। তাই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন পৃথিবীর কোনো দেশ সমর্থন করেনি।
এর আগে বৃহস্পতিবার (২২শে মে) রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভারতের সম্মান ক্ষুণ্ন করার অভিযোগ আনেন এবং তাকে প্রশ্ন করেন, কেন তিনি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলা বন্ধ করতে রাজি হয়ে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন