ছবি: সংগৃহীত
বাংলাদেশে ১৫ কোটি আমেরিকান ডলার বিনিয়োগ করবে চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ বুধবার (৯ই এপ্রিল) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে জানিয়েছেন, এ বিনিয়োগের মধ্যে ১০ কোটি ডলার অর্থনৈতিক অঞ্চলের আওতায় টেক্সটাইল ও ডাইং খাতে এবং ৫ কোটি ডলার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) গার্মেন্টস শিল্পে বিনিয়োগ করা হবে।
তিনি আরও বলেন, ‘আজ রাজধানীর স্থানীয় একটি হোটেলে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং হান্ডা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা স্মারক সই করেন।’
এ চুক্তির মধ্যদিয়ে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের গুণগত মান বাড়ার পাশাপাশি দেশের রপ্তানি খাতেও প্রবৃদ্ধির ধারা বজায় থাকবে।
আরএইচ/এইচ.এস
খবরটি শেয়ার করুন