বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

আজ রাত ১২টার পর বন্ধ থাকবে মাওয়া ঘাটের সব রেস্তোরাঁ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ইংরেজি নববর্ষ উদযাপনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আজ মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) রাত ১২টার পর বন্ধ থাকবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের সব রেস্তোরাঁ।

লৌহজং উপজেলা প্রশাসন, টুরিস্ট পুলিশের পদ্মা ব্রিজ জোন, লৌহজং থানা পুলিশ ও পদ্মা সেতু উত্তর থানা পুলিশ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

গত ২৭শে ডিসেম্বর লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় থার্টি ফার্স্ট নাইটে শিমুলিয়া ঘাটে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। সভায় থার্টি ফার্স্টে রাত ১২টার পরে শিমুলিয়া ঘাটের সব রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ প্রসঙ্গে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি দুই থানার ওসিদের নিয়ে শিমুলিয়া ঘাটে গিয়ে রেস্তোরাঁ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তাদের থার্টি ফার্স্ট নাইটে রাত ১২টার পরে রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।’

ট্যুরিস্ট পুলিশের পদ্মা ব্রিজ জোনের পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘রাত ১২টার পরে শিমুলিয়া ঘাটে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। এমনকি, পদ্মা সেতুর মাওয়া এলাকায়ও রাত ১২টার পরে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।’

মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, ‘শিমুলিয়া ঘাট ও মাওয়া এলাকায় আতশবাজি, পটকা ফুটানো নিষিদ্ধ। এ ছাড়া পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজন বন্ধ রাখা হয়েছে। উচ্ছৃঙ্খল আচরণ থেকে বিরত থাকতে প্রচার চালানো হচ্ছে।’

ওআ/কেবি

রেস্তোরাঁ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন