‘উড়াল’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত
তিন তরুণের বন্ধুত্ব আর সংগ্রামের গল্প নিয়ে জোবায়দুর রহমান বানিয়েছেন ‘উড়াল’। এ সিনেমায় অভিনয় করেছেন একদল নতুন অভিনয়শিল্পী। বন্ধু দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে আগামী ১লা আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি। গতকাল শনিবার (৫ই জুলাই) সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে মুক্তির ঘোষণা দেওয়া হয়।
উড়াল মুক্তির খবর জানিয়ে নির্মাতা জোবায়দুর রহমান বলেন, ‘এটি নির্মিত হয়েছে বন্ধুত্বের গল্পে। এ কারণেই বন্ধু দিবসে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইতিমধ্যে আমরা ছাড়পত্র পেয়েছি। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক প্রচার।’
উড়ালের গল্পে দেখা যাবে তিন বন্ধু ও এক তরুণীর গল্প। কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব অভিনয়শিল্পীর বয়স ২০ থেকে ২৩ বছর। বেশিরভাগেরই পর্দায় অভিষেক হচ্ছে এ সিনেমা দিয়ে। এটি নির্মাতা জোবায়দুর রহমানের প্রথম সিনেমা। শুধু তা-ই নয়, উড়াল দিয়ে প্রযোজনায় অভিষেক হচ্ছে অভিনেতা শরীফ সিরাজের। সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল হালিম প্রামাণিক। সিনেমায় তারও এটি প্রথম কাজ।
ঢাকায় অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে কেন্দ্রীয় চরিত্রের শিল্পীদের। সৈয়দপুর ও পার্বতীপুর থেকে কর্মশালার মাধ্যমে নেওয়া হয়েছে অন্য শিল্পীদের। এতে অভিনয় করেছেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আবদুর রাজ্জাক, কবরী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুল প্রমুখ।
জে.এস/
খবরটি শেয়ার করুন