মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

বাংলাদেশ ব্যাংকে ১০৯ পদে চাকরির বিজ্ঞপ্তি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানে ৯ ধরনের শূন্য পদে মোট ১০৯ জনকে নিয়োগে গত ২৭শে মে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

১. পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল) /অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল), ৮টি (সোনালী ব্যাংকে ৪টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে ৩টি ও প্রবাসী কল্যাণ ব্যাংকে ১টি);

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি;

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা;


২. পদের নাম ও সংখ্যা: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (প্রকৌশলী ইলেকট্রিক্যাল) /সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), ৩টি (সোনালী ব্যাংকে ১টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১টি ও প্রবাসী কল্যাণ ব্যাংকে ১টি);

শিক্ষাগত যোগ্যতা: প্রকৌশল (ইলেকট্রিক্যাল) বিষয়ে স্নাতক ডিগ্রি;

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা;


৩. পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার (মেকানিক্যাল)/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল), ৩টি (সোনালী ব্যাংক);

শিক্ষাগত যোগ্যতা: প্রকৌশল (মেকানিক্যাল) বিষয়ে স্নাতক ডিগ্রি;

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা;


৪. পদের নাম ও সংখ্যা: ঊর্ধ্বতন কর্মকর্তা (আইন)/ সিনিয়র অফিসার ‘ল’, ৫৫টি (সোনালী ব্যাংকে ২৮, অগ্রণী ব্যাংকে ১২টি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে ১৫টি);

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি;

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা;


৫. পদের নাম ও সংখ্যা: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/ উপসহকারী প্রকৌশলী (পুর কৌশল), ১৩টি (সোনালী ব্যাংকে ৩টি, অগ্রণী ব্যাংকে ৯টি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে ১টি);

শিক্ষাগত যোগ্যতা: পলিটেকনিক ইনস্টিটিউট/কলেজ থেকে সংশ্লিষ্ট বিষয়ে (প্রকৌশল) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি;

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা;


৬. পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)/ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), ৫টি (সোনালী ব্যাংকে ১টি, অগ্রণী ব্যাংকে ৩টি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১টি);

শিক্ষাগত যোগ্যতা: পলিটেকনিক ইনস্টিটিউট/কলেজ থেকে সংশ্লিষ্ট বিষয়ে (প্রকৌশল) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি;

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা;


৭. পদের নাম ও সংখ্যা: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/ উপসহকারী প্রকৌশলী (যন্ত্রকৌশল), ৫টি (সোনালী ব্যাংকে ২টি ও অগ্রণী ব্যাংকে ৩টি;

শিক্ষাগত যোগ্যতা: পলিটেকনিক ইনস্টিটিউট/কলেজ থেকে সংশ্লিষ্ট বিষয়ে (প্রকৌশল) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি;

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা;


৮. পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার (নিরীক্ষা), ১৫টি (অগ্রণী ব্যাংক);

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকসহ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোর্স কম্পিটেড (সিসি) হতে হবে;

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা;


৯. পদের নাম: মেডিকেল অফিসার, ২টি (সোনালী ব্যাংক);

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টা;


আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ ওয়েবসাইটে (www.erecruitment.bb.org.bd) গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি জমা পদ্ধতি

অফেরতযোগ্য টাকা ২০০ টাকা ডাচ্ বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘রকেট’-এর মাধ্যমে প্রদান করতে হবে;

সময়সীমা: আগামী ২৯শে জুন ২০২৫;

সূত্র: আজকের পত্রিকা

আরএইচ/

বাংলাদেশ ব্যাংক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির বিজ্ঞপ্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন