ছবি: সংগৃহীত
আগামী জুন মাসে বাংলাদেশে আসছেন চীনের ১০০টি প্রতিষ্ঠানের প্রায় ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী। বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্ভাবনা ও বাজার বিষয়ে প্রতিনিধিরা বিস্তারিত ধারণা নেবেন। আগামী ১লা জুন দিনব্যাপী চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বেজার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।
বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হচ্ছে বলে বেজা জানিয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং চীন সরকারের পক্ষে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও চীনা দূতাবাস যৌথভাবে এ আয়োজন করছে বলে বেজা সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে বেজা বলেছে, চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বাংলাদেশ সফর ও সম্মেলন চীন-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্বের নতুন মাইলফলক তৈরি করবে। প্রথমবারের মতো বিপুলসংখ্যক চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ী একসঙ্গে বাংলাদেশ সফরে আসছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বেজা আরও জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার চীন সফর ও গত এপ্রিল মাসে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের প্রত্যক্ষ ফলাফল হিসেবে আগামী জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন।
আরএইচ/
চীন-বাংলাদেশ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বেজা বিনিয়োগ সম্মেলন
খবরটি শেয়ার করুন