মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক

পুরুষাঙ্গ বাঁকা হলে ক্যানসার ঝুঁকির বিষয়টি জেনে রাখতে পারেন...

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

লিঙ্গ বাঁকা! আর আপনার বয়সটাও কী চল্লিশের কোঠায়! তাহলে এবার আপনাকে একটু সাবধান হতে হবে। কারণ, চল্লিশোর্ধ্ব পুরুষদের পুরুষাঙ্গ সাধারণের চেয়ে একটু বেশি বাঁকা হলে সাধারণত ক্যানসারের প্রবণতা অনেকটা বেশি থাকে। টেক্সাসের একদল বিজ্ঞানীর গবেষণায় উঠে আসা এ তথ্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। খবর সংবাদ প্রতিদিনের।

ঠিক কী জানা গেছে ওই গবেষণায়? বিজ্ঞানীরা জানাচ্ছেন, বয়স চল্লিশের বেশি হলে এবং পুরুষাঙ্গ স্বাভাবিকের চেয়ে অনেকটা বাঁকা হলে সেসব পুরুষের ক্যানসার হওয়ার প্রবণতা অন্যদের তুলনায় ১০ শতাংশ বেশি থাকে। চল্লিশ পেরনো অনেক পুরুষ ‘পেয়রনি রোগ’-এর কথা জানেন। পুরুষাঙ্গের ভেতরের টিস্যু ক্ষতি হলে এ পেয়রনি রোগ অনেক পুরুষের হয়ে থাকে।

যদি কারও বাত থাকে, তাদেরও হতে পারে এ রোগ। কিন্তু আমেরিকার নতুন গবেষণায় জানা গেল, আরও একটু বেশি। টেক্সাসের গবেষকরা তাদের গবেষণার কাজে বেছে নিয়েছিলেন অন্তত পঞ্চাশ হাজার পুরুষকে। যাদের পুরুষাঙ্গ বেশ কিছুটা বাঁকা। তাদের উপর পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

গবেষকদের দাবি, এ রকম ক্ষেত্রে শুধু যে পুরুষাঙ্গেই ক্যানসার হওয়ার প্রবণতা বেশি, তেমনটা নয়। গবেষণায় দেখা গেছে, ওই পঞ্চাশ হাজার পুরুষদের মধ্যে ৪২ শতাংশ পুরুষের পেটে ক্যানসার হতে পারে। ২০ শতাংশ পুরুষদের মধ্যে ত্বকের ক্যানসারের প্রবণতা বেশি। ৩৯ শতাংশের টেস্টিকুলার ক্যানসারের ঝুঁকি রয়েছে। 

এর মধ্যে সামান্য আশার কথা শোনালেন ব্রিটেনের একদল বিজ্ঞানী। তাদের কথায়, এখনই ঘাবড়ানোর দরকার নেই। গবেষণায় আরও গভীরে যাওয়ার দরকার আছে। কারণ, সাধারণত ছেলেদের পুরুষাঙ্গ একটু বাঁকাই হয়। তারা জানালেন, বাঁকা পুরুষাঙ্গ বা কোনও টিউমার থাকলে লিঙ্গ পরীক্ষার দরকার আছে। গবেষকরা চালিয়ে যান তাদের কাজ। ততদিনে আপনিও একটু সাবধান হোন।

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন