বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আয়ু বাড়ে, আমেরিকার গবেষকদের দাবি *** ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি *** খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স *** সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: মাহফুজ আলম *** মডেল মেঘনা আলম কারামুক্ত *** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল সপ্তম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

এই প্রথম বাংলাদেশ দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সপ্তম স্থান অর্জন করেছে। এখনো শেষ হয়নি ২০২৩–’২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ। তবে সুখবরটা পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ শেষের আগেই। আগের দুই চক্রে ৯ দলের মধ্যে নবম হয়েই চ্যাম্পিয়নশিপ শেষ করেছিলো বাংলাদেশ।

পাকিস্তান–ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–১ সমতায় শেষ হওয়ায় বাংলাদেশ দলের সপ্তম স্থান নিশ্চিত হয়েছে। মুলতানে দুটি টেস্ট খেলেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ, গত ১০ দিনে। আজ শেষ হওয়া দ্বিতীয় টেস্টে ক্রেইগ ব্রাফেটদের জয় ১২০ রানে। প্রথমটিতে শান মাসুদরা জিতেছেন ১২৭ রানে। 

দুই দলের কেউই সিরিজ না জেতায় পয়েন্টের শতাংশে বাংলাদেশের পেছনে পড়ে গেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। বলা যায়, পাকিস্তান–ওয়েস্ট ইন্ডিজের ‘সর্বনাশে পৌষ মাসের’ দেখা পেয়েছে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগুলোর ক্রমতালিকা (র‍্যাঙ্কিং) করা হয় পয়েন্টের শতাংশের ভিত্তিতে। অর্থাৎ প্রতিটি দলের মোট ম্যাচের সঙ্গে অর্জিত পয়েন্ট ভাগ করা হয়। প্রতিটি জয়ের জন্য বরাদ্দ ১২ পয়েন্ট, ড্র করলে ৬ পয়েন্ট। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ তাদের চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সব ম্যাচ শেষ করেছিল। ১২ ম্যাচে নাজমুল হোসেনদের শতকরা পয়েন্ট ৩১.২৫।

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে শীর্ষ সাতে থাকতে হলে পাকিস্তান–ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুই দলের কারও ১২ পয়েন্টের বেশি না পাওয়া নিশ্চিত হতে হতো। মুলতানের দুই টেস্ট দুই দল জেতায় শেষ পর্যন্ত তা–ই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ শতকরা ২৮.২১ পয়েন্ট নিয়ে আটে, পাকিস্তান শতকরা ২৭.৯৮ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে এবারের চক্র শেষ করলো।

শান্তনু/কেবি

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন