বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

চাষের মাছ খাওয়া ক্ষতি না উপকারী?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৫ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পুকুর বা খামারে চাষ করা মাছ খাওয়ার ফলে বেশ কিছু ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে। এটি নির্ভর করে মাছটির চাষ পদ্ধতি, খাদ্য, পানি এবং ব্যবস্থাপনার মানের ওপর। জেনে নিন চাষ করা মাছ খাওয়ার প্রভাবগুলো কী হতে পারে-

 ইতিবাচক দিক-

১. পুষ্টি: চাষ করা মাছ প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, এবং অন্যান্য পুষ্টি সরবরাহ করে, যা শরীরের জন্য উপকারী।

২. খাদ্য নিরাপত্তা: সহজলভ্য ও সাশ্রয়ী হওয়ায় এটি খাদ্য নিরাপত্তা বাড়ায়। অনেকের জন্য এটি প্রোটিনের একটি সুলভ উৎস।

৩. কম প্রাকৃতিক চাপ: বন্য মাছ ধরার চাপে প্রাকৃতিক জলজ সম্পদ নষ্ট হয়। চাষ করা মাছের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই চাপ কমে।

আরো পড়ুন : শীতে ঠোঁট ফেটে রক্ত বের হলে সমাধান কী?

 সম্ভাব্য নেতিবাচক দিক-

 ১. অস্বাস্থ্যকর খাদ্য: যদি মাছকে নিম্নমানের খাদ্য খাওয়ানো হয় বা অ্যান্টিবায়োটিক ও রাসায়নিক বেশি ব্যবহার করা হয়, তবে এর ফলে মাছের পুষ্টিগুণ কমে যায় এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ে।

২. পার্শ্বপ্রতিক্রিয়া: চাষ করা মাছের শরীরে যদি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক বা রাসায়নিক জমা থাকে, তা মানবদেহে প্রবেশ করে দীর্ঘমেয়াদে সমস্যা সৃষ্টি করতে পারে।

৩. ওমেগা-৩ এর মাত্রা কম: চাষ করা মাছের খাদ্যতালিকা ঠিক না থাকলে এতে ওমেগা-৩ এর পরিমাণ বন্য মাছের তুলনায় কম হতে পারে।

৪. পরিবেশগত প্রভাব: অপরিকল্পিত মাছ চাষ পরিবেশ দূষণ করতে পারে, যা সামগ্রিক পরিবেশের ক্ষতি করতে পারে।

সতর্কতা-

 ১. বাজার থেকে মাছ কেনার সময় দেখে নিন মাছ সতেজ এবং সঠিক পদ্ধতিতে সংরক্ষিত কিনা।

২. স্থানীয় উৎস থেকে মাছ কিনুন, যারা স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে মাছ চাষ করে।

৩. অতিরিক্ত তেল বা ভাজাপোড়া এড়িয়ে স্বাস্থ্যকর উপায়ে মাছ রান্না করুন।

সঠিক চাষ পদ্ধতি নিশ্চিত থাকলে চাষ করা মাছ নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য হিসেবে বিবেচিত হয়।

এস/  আই.কে.জে

মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন