বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদ নির্বাচনে ৭ শতাংশ আসনে থাকবে নারী প্রার্থী, প্রস্তাব ঐকমত্য কমিশনের *** ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু *** ৩৯ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে, খসড়া চূড়ান্ত *** ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে, ইরানের ভিত্তি কতটা মজবুত: খামেনি *** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন

শীতে ঠোঁট ফেটে রক্ত বের হলে সমাধান কী?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকালে ঠোঁট ফাটার সমস্যায় ভুগেন অনেকে। যদিও এটা একটা সাধারণ সমস্যা। কারণ এ সময় ঠোঁটের ত্বক শুষ্ক থাকে। ফলে ঠোঁট ফাটতে দেখা যায়। মূলত আর্দ্র আবহাওয়ার জন্য ঠোঁট ফেটে রক্ত বের হয়ে থাকে। তবে শীতে ঠোঁট ফেটে রক্ত বের হলে সমাধান কী?

এ শীতে যেভাবে ঠোঁটের যত্ন নেবেন চলুন জেনে নেওয়া যাক-

আরো পড়ুন : হঠাৎ বিপদে কাজে লাগবে যেসব জরুরি ফোন নম্বর

হিউমিডিফায়ার ব্যবহার করা

শীত থেকে মুক্তি পেতে কতকিছু না করতে হয়। শীতে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় ত্বক শুষ্ক ও ঠোঁট ফাটার সমস্যা দেখা যায়। তাই এ সমস্যা থেকে মুক্তি পেতে ঘরে একটি হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন।

লিপবাম ব্যবহার

শীতে ত্বক সতেজ রাখতে অনেকেই মুখে ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকেন। তবে অনেক সময় আমরা ঠোঁটে বিশেষ কিছু ব্যবহান করি না। এ শীতে ঠোঁটের বিশেষ যত্ন নেওয়ার জন্য লিপবাম ব্যবহার করতে পারেন, যা আপনার ঠোঁট শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করবে।

ঠোঁটে জিহ্বা দেওয়া বন্ধ করা

অনেকেই ঠোঁট শুকিয়ে এলে জিহ্বা দিয়ে ঠোঁট চাটতে থাকেন, যা ঠোঁটকে আরও শুষ্ক করে তোলে। কেননা, আমাদের লালায় এমন অ্যাসিড রয়েছে, যা খাদ্যের কণা ভেঙে ফেলার জন্য তৈরি হয়। আর সেই অ্যাসিড ঠোঁটে পড়লে ঠোঁট আরও শুকিয়ে যায়। তাই জিহ্বা দিয়ে ঠোঁট চাটা থেকে বিরত থাকতে হবে।

এক্সফোলিয়েট

শুষ্ক বা মরা চামড়া দূর করার জন্য ঠোঁট এক্সফোলিয়েট করতে পারেন। এটি করার জন্য ঠোঁটে ময়েশ্চারাইজার কিংবা লিপবাম ব্যবহার করুন। এ ছাড়া মধু ও চিনি মিশিয়ে ঘরেই মিশ্রণ তৈরি করে তা দিয়ে স্ক্রাব করে নিতে পারেন ঠোঁট। এতেও ভালো উপকার মিলবে।

ক্যাস্টার ওয়েল

ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই ক্যাস্টার ওয়েল ব্যবহার করেন। এটি আপনার ঠোঁট কোমল রাখবে এবং আর্দ্রতা দূর হয়। ফলে ঠোঁট ফাটা বা ঠোঁট ফেটে রক্ত পড়ার মতো সমস্যা দেখা দেয় না।

এস/কেবি

ঠোঁট ফাটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন