শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

এআই দিয়ে হাজিদের সঙ্গে ভাষার ব্যবধান দূর করল সৌদি আরব

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ পূর্বাহ্ন, ৫ই জুন ২০২৫

#

১৮০টির বেশি দেশ থেকে ২০ লাখের বেশি মুসল্লি সৌদি আরবে পবিত্র হজ পালন করতে আসেন। ছবি: দ্য ডনের সৌজন্যে

বিশ্বের সবচেয়ে বড় জনসমাগম এবং এক অনন্য যোগাযোগের পরীক্ষাস্থল পবিত্র হজ। প্রতি বছর ১৮০টির বেশি দেশ থেকে ২০ লাখের বেশি মানুষ পুণ্যভূমি সৌদি আরবে একত্র হন ইসলামের মৌলিক স্তম্ভ হজ পালন করতে। বিভিন্ন ভাষা, উপভাষা ও সংস্কৃতি থেকে আসা এসব মানুষের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করা দীর্ঘদিন ধরেই ছিল এক বিশাল চ্যালেঞ্জ।

তবে এবার এ চিত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশটি ‘হজে যোগাযোগের নিয়মই বদলে দিচ্ছে’। আর এর কেন্দ্রে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক অনুবাদ প্রযুক্তি।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, হজের সবচেয়ে আবেগঘন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত—আরাফার খুতবা এবার সরাসরি অনুবাদ করা হয়েছে ৩৫টি ভাষায়। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা কোটি কোটি মানুষ এবং ময়দানে উপস্থিত প্রত্যেক হাজি নিজ নিজ মাতৃভাষায় শুনতে পেরেছেন ঐক্য, করুণা ও ইমানের বার্তা।

সাধারণত এত ভাষায় তাৎক্ষণিক অনুবাদ অসম্ভবই মনে হয়। তবে এবার সৌদি সরকারের তত্ত্বাবধানে ‘দুই পবিত্র মসজিদের সার্বিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’র আওতায় পরিচালিত এআই প্রযুক্তি এ অসম্ভবকে সম্ভব করে তুলেছে। সৌদির ধর্মবিষয়ক মন্ত্রণালয় বলছে, ‘অনুবাদ এখন কেবল প্রযুক্তিগত একটি ফিচার নয়, এটি আধ্যাত্মিক সেতুবন্ধন।’

‘স্মার্ট হজ’ ও ‘ইন দেয়ার ল্যাঙ্গুয়েজেস’ নামে চালু হওয়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় প্রতিটি ধাপে হাজিদের জন্য বহুভাষিক সহায়তা নিশ্চিত করা হয়েছে।

এইচ.এস/

হজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন