ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতায় ফরাসি ক্লাব পিএসজিকে অভিনন্দন জানাচ্ছেন সারা বিশ্বের ভক্ত-অনুরাগী। তবে ফরাসি ক্লাবটির ইউরোপজয়ের সাফল্যে কিলিয়ান এমবাপ্পে আর নেইমারের প্রতিক্রিয়া বিশেষ কিছু বহন করে। খবর এফপির।
একটা চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য এমবাপ্পে ও নেইমারের দিকে বছরের পর বছর তাকিয়ে ছিল পিএসজি। এদের একজনকে কেনা হয়েছিল বিশ্ব রেকর্ড গড়া দামে, আরেকজনকে দলে ধরে রাখার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট পর্যন্ত জড়িয়েছিলেন। অথচ সেরা দুই খেলোয়ারের কেউ পিএসজিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ এন দিতে সক্ষম হনন। পিএসজির শিরোপা জয়ে তাদের কোনো অবদান নেই।
গতকাল শনিবার (৩১শে মে) মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। গত বছরই প্যারিসের এ ক্লাবটি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়া এমবাপ্পে পিএসজিকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘অবশেষে বড় দিনটা এল। বিজয় এসেছে, আর তা পুরো ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায়। অভিনন্দন পিএসজি।’
তবে এমবাপ্পেরও আগে পিএসজি বড় বিনিয়োগ করেছিল নেইমারের ওপর। ২০১৭ সালে ২২ কোটি ইউরোর রেকর্ড পরিমাণ দলবদল ফি দিয়ে বার্সেলোনা থেকে নিয়ে আসা হলেও পিএসজিকে চ্যাম্পিয়নস লিগের স্বাদ এনে দিতে পারেননি।
বর্তমানে সান্তোসে খেলা ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড সাবেক ক্লাবের চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অভিনন্দন পিএসজি’। পোস্টে তিনি পাঁচটি হাত তালির ইমোজিও দেন।
আরএইচ/