মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

ছুটির দিনে রাধঁতে পারেন ঝুরা মাংসের সঙ্গে খিচুড়ি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিনে কার না ইচ্ছা করে একটু ভালো কিছু খেতে। তাই এবারের সাপ্তাহিক ছুটির দিনে একটু মজাদার কিছু খেতে রান্না করতে পারেন ঝুরা মাংসের সঙ্গে খিচুড়ি। পেটের সাথে সাথে ভরে উঠবে মনও। রইলো রেসিপি- 

ঝুরা মাংস বানানোর উপকরণ

গরুর চাকা মাংস ৪ কেজি, পেঁয়াজকুচি ১ কেজি, রসুনবাটা ৩ টেবিল চামচ, আদাবাটা আধা কাপ, দারুচিনি ৬ টুকরা, এলাচি ১০-১২টি, তেজপাতা ৪টি, তেল আধা লিটার, লবণ পরিমাণমতো।

আরো পড়ুন : সকালের নাস্তায় খেতে পারেন মজাদার আম-চিয়া পুডিং

ঝুরা মাংসের প্রণালি

মাংস ধুয়ে টুকরা করে নিন। ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। তেল গরম করে পেঁয়াজ অল্প ভেজে নিতে হবে। সব মসলা কষিয়ে গোশত দিয়ে দিন। অল্প আঁচে রান্না করতে হবে। কয়েক দিন ধরে রান্না করতে থাকুন। ভেঙে ঝুরঝুরে হয়ে গেলে হাঁড়ি থেকে ঝুরা মাংস তুলে সংগ্রহ করতে হবে।

খিচুড়ির উপকরণ

কাটারিভোগ চাল ১ কেজি, মসুর ডাল ১ কাপ, মুগের ডাল ২ কাপ, আদাকুচি ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ১০-১২টি, দারুচিনি ৪ টুকরা, ছোট এলাচি ৪টি, লবঙ্গ ৭-৮টি, তেজপাতা ২টি, শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ বা পরিমাণমতো, হলুদগুঁড়া ১ চা-চামচ, তেল ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজকুচি আধা কাপ, বেরেস্তা ২ টেবিল চামচ, ঝুরা মাংস ২ কাপ।

খিচুড়ির প্রণালি

মুগের ডাল অল্প ভেজে নিন। চাল–ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংস বেরেস্তা আর কাঁচা মরিচ বাদে বাকি সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে রাখুন। ৪ লিটার পানি দিয়ে রান্না করতে হবে। চাল–ডাল সেদ্ধ হয়ে পানি কমে গেলে ঝুরা মাংস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। বাকি উপকরণ দিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

এস/কেবি


রেসিপি ঝুরা মাংসের সঙ্গে খিচুড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন