বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

ইতিহাসে প্রথমবারের মতো বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের যা ঘটল ভারতে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১২ই জুন ২০২৫

#

১৪ বছর আগে বাজারে আনা হয় বোয়িং ৭৮৭। ছবি: অ্যাভিয়েশন উইক

বিমান নির্মাতা বোয়িংয়ের জন্য এটি আরেকটি বড় ধাক্কা। ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়েছে। এ মডেলের ইতিহাসে এটিই প্রথমবার ভয়াবহ দুর্ঘটনা।

১৪ বছর আগে বাজারে আনা হয় বোয়িং ৭৮৭, যা ‘ড্রিমলাইনার’ নামে বেশি পরিচিত। এটি বোয়িংয়ের সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত মাঝারি থেকে দীর্ঘ পাল্লার যাত্রীবাহী বিমান।

মাত্র ছয় সপ্তাহ আগে বোয়িং গর্ব করে ঘোষণা দিয়েছিল—বিশ্বজুড়ে ১ হাজার ১৭৫টিরও বেশি উড়োজাহাজ মিলিয়ে এখন পর্যন্ত পাঁচ কোটিরও বেশি ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করেছে বোয়িং ৭৮৭ এবং একসঙ্গে ১০০ কোটির বেশি যাত্রী পরিবহন করে একটি ঐতিহাসিক মাইলফলকে পৌঁছেছে।

এ দুর্ঘটনা সেই অর্জনের ওপর বড় রকমের ধাক্কা। ৭৩৭ ম্যাক্স সিরিজের একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার পর বোয়িং আগেই নানা জটিলতায় পড়েছিল। নতুন করে ৭৮৭ মডেলের এ দুর্ঘটনা কোম্পানির ওপর চাপ আরও বাড়াবে। তথ্যসূত্র বিবিসি ও আল জাজিরার।

বর্তমানে বোয়িংয়ের প্রধান নির্বাহী হিসেবে রয়েছেন কেলি অর্টবার্গ। এক বছর পূর্ণ হতে চলেছে তার দায়িত্ব গ্রহণের। বোয়িংয়ের ভবিষ্যৎ নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাব দিতে এবং অভ্যন্তরীণ সংকট সামাল দিতে তাকেই দায়িত্ব দেওয়া হয়। তবে এ নতুন বিপর্যয় তার নেতৃত্বের জন্য বড় এক পরীক্ষা হয়ে উঠছে।

বোয়িং ৭৮৭ নিয়ে উড়োজাহাজ শিল্পে এতদিন একটি নির্ভরতার ভাবমূর্তি ছিল। বিশ্লেষকেরা বলছেন, এ মডেলের দুর্ঘটনা একটি বিরল ঘটনা।

আন্তর্জাতিক বিমান বিশ্লেষক অ্যালেক্স মাচেরাস আল জাজিরাকে বলেন, ‘বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার তার নিরাপত্তা রেকর্ডের জন্য সুনাম অর্জন করেছে। এটি ১৫ বছর ধরে সার্ভিসে রয়েছে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনার সঙ্গে যুক্ত হয়নি।’

তিনি আরও বলেন, ‘এটি একটি মাঝারি থেকে দীর্ঘ পাল্লার যাত্রীবাহী উড়োজাহাজ। এটি পরিবেশবান্ধব কার্বন-ফাইবার প্রযুক্তিতে নির্মিত এবং এয়ারলাইনের জন্য দারুণ দক্ষতার প্রতিশ্রুতি দেয়। বিশ্বের বিভিন্ন বাজারে এটি নিরাপত্তা মানদণ্ডের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং দীর্ঘ পাল্লার ভ্রমণে এটি একটি নির্ভরযোগ্য বাহন হিসেবে বিবেচিত।’

বিশ্লেষকদের মতে, এ দুর্ঘটনার পেছনে প্রকৃত কারণ নির্ণয় না হওয়া পর্যন্ত বোয়িং ৭৮৭ নিয়ে সংশয় থেকেই যাবে, যা সামনের দিনগুলোতে বোয়িংয়ের জন্য চাপ আরও বাড়াবে।

এইচ.এস/

বিমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন