বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে ‘ফারসি কন্যাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার‌সি ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজিত ‘ফারসি কন্যাদের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫' এর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শাহানা আক্তার। মঙ্গলবার (২১শে জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলায় টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানারআপ দলকে ট্রফি প্রদান করা হয়।

টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের জন্য “বেস্ট অব দ্য টুর্নামেন্ট” পুরস্কার দেয়া হয় বিজয়ী দল পারভীন এতেসামি থেকে ২য় বর্ষের শাহানা আক্তারকে এবং ফাইনাল ম্যাচে “বেস্ট অব দ্য ম্যাচ” পুরস্কার পান সিমিন দানেশভার টিম থেকে ৪র্থ বর্ষের শিক্ষার্থী শতাব্দী কর্মকার।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এই টুর্নামেন্ট সফল করতে পৃষ্ঠপোষকতা করেছে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘সুখবর ডটকম’।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো আমাদের শিক্ষাব্যবস্থারই একটি গুরুত্বপূর্ণ অংশ৷ সকল শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে এগুলো চর্চার কোনো বিকল্প নেই। বিভাগের মেয়েদের নিয়ে এমন একটি আন্তঃব্যাচ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।
 
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুমিত আল রশিদ বলেন, বিভাগের ছাত্রীদের ক্রীড়া চর্চা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, সোমবার (২০শে জানুয়ারি)  দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে ১২টি দল।

আই.কে.জে/ 

ঢাবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন