শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডাকসুতে শিবিরের বিজয় মৌলবাদের প্রতি সমর্থন নয়, বিকল্প খোঁজার আকুতি: শশী থারুর *** এবার ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য রাস্তায় নামল নেপালের জেন-জি *** ২০ হলের ভোট গণনা শেষে পদ্ধতি নিয়ে জরুরি বৈঠকে কমিশন *** ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে এক দিনে ১৫ লাখের বেশি আবেদন *** মৃত মা শাসন করছেন মোদিকে, কংগ্রেসের এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ বিজেপি *** নেপালে সরকার পতনের পর ভাইরাল মনীষা কৈরালার ভিডিও *** জাপানে পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল *** পাকিস্তানি হিরো আলমকে ডিম নিক্ষেপ, ভিডিও প্রকাশ করায় মামলার হুমকি *** জাকসু নির্বাচন : এবার রাত ১১টার মধ্যে ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের *** সুশীলাই হচ্ছেন নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধান, নাম ঘোষণা আজই

এবার একাধিক হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন আইফোনে!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

অনেকেই একটি ফোনে একাধিক নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে চান। কিন্তু অ্যান্ড্রয়েডে এই সুবিধা থাকলেও অনেক আইফোন ব্যবহারকারীরা এই সুবিধা পেতেন না। এবার থেকে আইফোন ব্যবহারকারীরা তাদের ফোনে একাধিক নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন।

অ্যান্ড্রয়েড ডিভাইসে এই সুবিধা রয়েছে। সুইচ অ্যাকাউন্ট অপশনের মাধ্যমে একের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটিই অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যায়। এবার সেই সুবিধাই আসতে চলেছে আইওএস ভার্সনেও।

আরো পড়ুন : স্মার্টফোনের ক্যামেরা ভালো রাখতে যেসব ভুল এড়িয়ে চলবেন

অনেক ইউজার কাজের জন্য কর্মক্ষেত্রে একটি ফোন নম্বর ব্যবহার করেন। আর ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য থাকে আরেকটি নম্বর। নতুন ফিচার চালু হয়ে গেলে আইফোন ইউজাররা একটি ফোনেই দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন, দুটো আলাদা নম্বর থেকে। একটি পেশাদার কাজে, অন্যটি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন। দুটো আলাদা ডিভাইসের অর্থাৎ ফোনে প্রয়োজন হবে না। আর মাত্র একটা অপশনে ক্লিক করেই খুব সহজে অ্যাকাউন্ট সুইচ করা সম্ভব হবে একটি নম্বর থেকে আরেকটিতে।

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার ওয়েবিটাইনফো এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। কবে এই ফিচার সব আইওএস ব্যবহারকারীদের জন্য চালু হবে তা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে অনুমান, হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সানে এই নতুন ফিচার সব ব্যবহারকারীদের জন্য রোল আউট হতে আর খুব বেশি হয়তো দেরি নেই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/কেবি

হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন