মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সিপিবির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিবিপি) নেতারা। আজ রোববার (২৭শে এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ওই বৈঠক হয়।

সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনা কমিউনিস্ট পার্টির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউ বিনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিলেন। চীনের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন চেন ইয়াংপেই, ঝাং গুইউ।

সিপিবির পক্ষ থেকে বেঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি মো. শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, পার্টির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হাসান তারিক চৌধুরী।

সভায় জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া দুই পার্টির দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিশদ আলোচনা হয়। সিপিবির নেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং টেকসই উন্নয়নে চীনের কমিউনিস্ট পার্টি ও সরকারের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

এইচ.এস/

সিপিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন