ছবি: সংগৃহীত
নতুন দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ২০শে এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। এ সময় আরও তিন মাস বাড়ানোর জন্য ইসিতে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের একান্ত সচিব আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, এখন পর্যন্ত ছয়টি দল আবেদন করলেও পাঁচটি দলই সময় বাড়ানোর আবেদন করেছে। একটি দল নিবন্ধনের আবেদন করলেও তা যথাযথ হয়নি। এদের মধ্যে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) রয়েছে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম গতকাল বুধবার জানিয়েছেন, ২০ এপ্রিল হচ্ছে নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন। এখন পর্যন্ত সময় বাড়ানোর পরিকল্পনা নেই।
আইন অনুযায়ী, নিজেদের প্রতীকে নির্বাচন করতে চাইলে সংশ্লিষ্ট দলকে ইসি থেকে নিবন্ধন নিতে হয়। এনসিপি আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে চাইলে নিবন্ধন নিতে হবে।
আগামী রোববার (২০শে এপ্রিল) সিইসির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে এনসিপি। এ আবেদনের পরিপ্রেক্ষিতে সিইসি এ এম এম নাসির উদ্দীন ওই দিন দুপুর ১২টায় দলটির সঙ্গে বৈঠকে বসবেন।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন