মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন *** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

এবার আসছে নতুন দল ‘রিপাবলিক পার্টি’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১৩ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল ‘সবার উপরে দেশ’ স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ মঙ্গলবার (১৩ই মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দলটির আত্মপ্রকাশের বিষয়ে জানানো হয়।

আজ সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিকদের উদ্যোগে এ রাজনৈতিক দল আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।

এদিকে সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ হতে যাওয়া দলটির পক্ষ থেকে লেফটেন্যান্ট কমান্ডার মো. মেহেদী হাসান (অব.) বলেন, ‘জুলাই বিপ্লবের আত্মত্যাগ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এ প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। এ দলের লক্ষ্য হচ্ছে, সব নাগরিকের সমান অধিকার, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী সুশাসন প্রতিষ্ঠা করা।’

ক্যাপ্টেন মো. শফিকুর ইসলাম (অব.) বলেন, ‘নতুন এ দলের উদ্দেশ্য হচ্ছে, এটি ক্ষমতার লোভ নয়, বরং সুশাসন, ন্যায়বিচার ও জনকল্যাণ প্রতিষ্ঠার জন্যই কাজ করবে। রাজনীতিকে ব্যবসা নয়, বরং পবিত্র দায়িত্ব হিসেবে তুলে ধরতে চাই আমরা। রাজনীতি মানে অনেকের কাছে চাঁদাবাজি, দুর্নীতি, অপকর্মে জড়িত হওয়ার অন্যতম মাধ্যম।  তবে আমরা ভিন্ন কিছু করতে চাই। এখানে কোনো অসৎ লোকের স্থান হবে না।’

আজকের সংবাদ সম্মেলনে জনকল্যাণকেন্দ্রিক বিভিন্ন সেল গঠনের কথা জানানো হয়েছে। যেমন- নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ সেল, স্বাস্থ্য সুরক্ষা সেল, নিরাপত্তা ও আইনি সহায়তাবিষয়ক সেল, কৃষি, মৎস্য ও ভেটেরিনারি সেল, শিক্ষা সেল, মিডিয়া ও সাংস্কৃতিক সেল, যুব উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সেল, নারী ও শিশুবিষয়ক সেল, জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সেল ইত্যাদি।

এ ছাড়া সমর্থনের আহ্বান জানিয়ে দলটির এ উদ্যোগে অংশ নিতে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাবেক সামরিক কর্মকর্তা, সাংবাদিক, কৃষিজীবীসহ দেশের সব শ্রেণি-পেশার দেশপ্রেমিক নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।
আরএইচ/

নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন