ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলার বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সম্প্রতি সাইফ আলীর ওপর আক্রমণের ঘটনায় তার প্রতি সমবেদনা জানানোর পরিবর্তে নিজের লাখ টাকার ঘড়ি শো-অফ করেন ঊর্বশী। এ ঘটনা দেখে সোশ্যাল মিডিয়ায় ‘অসংবেদনশীল’ বিশেষণ দেওয়া হয় এ অভিনেত্রীকে। যদিও পরে ক্ষমা চেয়ে নেন তিনি।
এবার বাথরুম থেকে ফাঁস হওয়া ২৩ সেকেন্ডের ভিডিও নিয়ে মুখ খুললেন ঊর্বশী। সেই ভিডিওতে দেখা গেছে, ঊর্বশী বাথরুমে প্রবেশ করছেন। তার পরনে ছিল সালোয়ার কামিজ। গোসলখানার দরজা বন্ধ করে জামাকাপড় খুলতে যাবেন এমন সময় ভিডিওটি বন্ধ হয়ে যায়। সবাই ভিডিওটি দেখে অবাক হয়েছেন।
এমন ব্যক্তিগত মুহূর্ত কীভাবে প্রকাশ্যে এসেছে- এ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। কেন সেই ভিডিও ভাইরাল হলো, তার ব্যাখ্যা দিয়েছেন এ অভিনেত্রী।
ঊর্বশী বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিলেন যে আমাদের ছবি নিয়ে কোনো হাইপ নেই, কোনো আলোচনা নেই। এ সিনেমার জন্য তাদের জমি বিক্রি করতে হয়েছিল এবং তারা বলেছিল যে এ সিনেমা নিয়ে আলোড়ন তৈরি করতে না পারলে তারা ঋণের দায়ে রাস্তায় এসে দাঁড়াবে’।
আরও পড়ুন: মুখ খুললেন সাইফ আলী খানের হামলাকারী
ঊর্বশী আরও বলেন, ‘তিনি এসে আমার ব্যবসায়িক ম্যানেজারের সঙ্গে আলোচনা করেন এবং আমাদের অনুমতি নেন। এটা সিনেমার দৃশ্য। এমনই ছিল, আমরা আলাদা কিছু শুট করিনি। তাই তিনি বলেছিলেন যদি আমরা এটি আরও আগে মুক্তি দিতে পারি কি না’। প্রযোজকদের কথা ভেবে প্রমোশন্যাল গিমিকের জন্যই এমনটা করেছেন ঊর্বশী। ঘুষপেটিয়া নামক এক সিনেমার অংশ এই দৃশ্য।
এসি/ আই.কে.জে/