বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

২৪ কেজির দু’টি দাঁতিনা মাছ ১ লাখ ২৫ হাজারে বিক্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে আধা মণ ওজনের দুইটি দাঁতিনা মাছ। এক লাখ চব্বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছ দুইটি। এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলারে মাছ দুটি পাওয়া যায়।

শনিবার (১৭ই ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে মৎস্য বন্দর মহিপুরের কুতুবদিয়া ফিস এ মাছ দুটি বিক্রির জন্য উঠানো হয়। 

এ সময় ডাকের মাধ্যমে মাছদুটি কিনে নেয় মৎস্য পাইকার সজীব হোসেন। এফবি মায়ের দোয়া ট্রলারে এই মাছ দুইটি গত তিন দিন আগে গভীর সাগরে ধরা পড়ে।

এ বিষয় ওই ট্রলার মাঝি লক্ষি মিয়া বলেন, সচারাচর দাঁতিনা মাছগুলো তেমন একটা পাওয়া যায়না। আমরা সাগরে ইলিশের জাল ফেলেছিলাম তখন হঠাৎ দেখি বড় কোন মাছ, প্রথমে ভেবেছিলাম কোরাল মাছ পরে কাছাকাছি গিয়ে দেখি দুটি দাতিনা মাছ।

মহিপুর কুতুবদিয়া ফিস এর মালিক বলেন, দাঁতিনা মাছদুটি ২ লাখ ৪০ হাজার টাকা মণ হিসাবে, কেজি প্রতি ৬ হাজার টাকা দরে ২৪ কেজি ৬৫০ গ্রাম ওজনের দাতিনা মাছদুটি বিক্রি হয় ১ লাখ ২৫ হাজার টাকায়।

মৎস্য পাইকার সবজি হোসেন বলেন, দাঁতিনা মাছ মূলত সচারাচর ঘাটে তেমন একটা আসেনা। আজ হঠাৎ দেখে ডাকের মাধ্যমে কিনে নিলাম। মাছ দুটি ৬ হাজার টাকা কেজি দরে কিনেছি, এখন বিক্রির জন্য ঢাকায় পাঠাবো। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবো।

আরও পড়ুন: ৫ লাখে বিক্রি হলো সেই জাভা ভোল মাছ!

এ বিষয় কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নদ-নদী এবং সাগরের কাছাকাছি এলাকায় এই প্রজা‌তির মাছ পাওয়া যায় না, এরা মূলত গভীর সাগরের মাছ। এ মা‌ছের ফুলকা বি‌দে‌শে রপ্তা‌নি করা হয়, যা দি‌য়ে ওষুধ তৈ‌রি করা হয়। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে দাঁতিনা ভোল মাছ তেমন একটা দেখা যায়না। তবে এই প্রজাতির মাছগুলো খুবই সুস্বাদু।

এসেক/  

দাঁতিনা মাছ কুতুবদিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন