বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আপাতত বিয়ের ভাবনা নেই, ফুটবলেই মজে থাকবেন সাবিনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ৮ই নভেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

টানা দু'বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। দুবারই অধিনায়কের দায়িত্ব পালন করেছেন সাবিনা খাতুন। এই দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ও এই ফরোয়ার্ড। ৩১ বছর বয়সী ফুটবলার চাইছেন সামনের দিনেও ফুটবলেই মজে থাকতে। বিয়ে আপাতত তার ভাবনায় নেই।

২০০৭ সালে ক্যারিয়ার শুরু করে সাবিনা লাল-সবুজ দলের অপরিহার্য হয়ে উঠেছেন আগেই। তার সতীর্থ অনেকে দল ছেড়ে গেলেও সাবিনা ব্যতিক্রম। ফুটবলের সঙ্গেই লেগে আছেন। জাতীয় দলের হয়ে গোলও তার বেশি। বর্তমান দলে অন্যদের গড় বয়স ২৩ কিংবা ২৪। সাবিনার সেখানে ৩১। বিয়ের প্রসঙ্গ উঠাতেই সাবিনা সাফ জানিয়ে দিলেন, ‘আপাতত বিয়ের কথা ভাবছি না। সামনের দিকে ভাবনাতেও নেই। আমি ফুটবল নিয়ে আছি। দেশের জন্য খেলছি। সামনের দিকেও খেলতে চাই।’

সাবিনার বাবা ২০২০ সালে মারা গেছেন। মা আছেন। সাবিনারা ৫ বোন, তিনি চতুর্থ। মেজো ও সেজো বোনের বিয়ে হয়েছে। সাবিনার পরিকল্পনা বড় ও ছোট বোনের বিয়ের পর নিজে পিঁড়িতে বসবেন। তিনি বললেন,  ‘আসলে আমার বোনদের বিয়ে বাকি আছে। পুরো পরিবারকে আগে প্রতিষ্ঠিত করতে চাইছি। এরপর নিজেকে নিয়ে ভাববো। তবে আমার পরিবার থেকে এখনও বিয়ের কথা বলে না। আমাদের মধ্যে বন্ডিং ভালো। বাসার সবাই জানে ফুটবল নিয়েই আছি। ভালো আছি।’

সাবিনার প্রায় সমসাময়িক ভারতের তারকা বালা দেবি। ৩৪ বছর বয়সে এখনও খেলে যাচ্ছেন। ২০০৫ সাল থেকে জাতীয় দলে খেলছেন। সাবিনা তার মতোই খেলে যেতে চাইছেন, ‘আমার যতো দিন ফিটনেস ও পারফরম্যান্স আছে ততদিন খেলতে চাই। আমি মনে করি দেওয়ার মতো অনেক কিছু আছে। আমি নিজের জন্য ও দেশের জন্য খেলছি।’

সাফ জিতে এবারও বাফুফে থেকে বোনাস দেওয়ার কথা বলা হয়েছে। তবে সাবিনা সেটা জানেন না, ‘বাফুফে থেকে বোনাসের বিষয়টি এখনও সেভাবে জানি না। যদি পেয়ে থাকি তাহলে তো ভালো। সবাই অনুপ্রাণিত হবে।’

আই.কে.জে/

ফুটবল সাবিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন