বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভাপা পুলি পিঠার সহজ রেসিপি জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

শীত চলে যাওয়ার আগে এখনই সময় বাহারি সব পিঠার স্বাদ নেওয়ার। হরেক রকমের পিঠার স্বাদ নিতে যারা পছন্দ করেন তাদেরকে পুলি পিঠা আর আলাদাভাবে চিনতে হবে না। এর স্বাদে মুগ্ধ সবাই। ভাপা পুলি পিঠার স্বাদ একবার নিলে তা ভুলে যাওয়া কঠিন। চাইলে ঘরেই খুব সহজে তৈরি করতে পারবেন এই পিঠা। জেনে নিন সহজ রেসিপি-

উপকরণ

১. চালের গুঁড়া ২ কাপ

২. খেজুরের গুড় পরিমাণমতো

৩. কোরানো নারিকেল ১ কাপ।

৪. সামাণ্য লবণ ও

৫. পরিমাণমতো পানি।

আরো পড়ুন : পুরভরা ফুলকপির রোস্ট তৈরির রেসিপি

পদ্ধতি

প্রথমে চালের গুঁড়া হালকা ভেজে নিন। তারপর পরিমাণমতো পানি মিশিয়ে ডো তৈরি করুন। অন্যদিকে চুলায় প্যান গরম করে গুড় ও নারকেল একসঙ্গে জ্বাল দিন।

মিশ্রণটি শুকিয়ে আঠালো হয়ে আসলে নামিয়ে নিন। এবার খামির হাতে নিয়ে গোল গোল করে বেলে এর মাঝখানে পুর দিয়ে মুখ বন্ধ করে দিন। এভাবে তৈরি করে ভাপে সেদ্ধ করলেই তৈরি হয়ে যাবে পুলি পিঠা।

এস/ আই.কে.জে/ 


ভাপা পুলি পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন