ছবি- সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানুয়ারির তৃতীয় সপ্তাহে বেইজিং সফর করবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন। তার চীন সফরের প্রস্তুতি চলছে। এই সফর উপলক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে আগামী সপ্তাহে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়নের অংশীদার হচ্ছে চীন। ঢাকার প্রতি আগ্রহও রয়েছে বেইজিংয়ের। নতুন প্রেক্ষাপট ও বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বড় ধরনের এনগেজমেন্ট না হলেও আগামী দিনগুলোতে সম্পর্কের রূপরেখা নির্ধারণে ইতিবাচক আলোচনার সুযোগ থাকবে বলে মনে করেন সাবেক কূটনীতিকরা।
সাবেক পররাষ্ট্র সচিব ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো মো. শহীদুল হক বলেন,‘গত এক দশকে চীন চারটি বহুমাত্রিক উদ্যোগ শুরু করেছে এবং সেগুলো তাদের পররাষ্ট্রনীতিকে অনেক বেশি শক্তিশালী করেছে। এশিয়া এবং সারা বিশ্বে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব বিস্তারের জন্য এবং একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে বেইজিংয়ের এই উদ্যোগ। বাংলাদেশকে এই নতুন বাস্তবতায় চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে।’
আই.কে.জে/
খবরটি শেয়ার করুন